১.ছোট শিরক। যেমনঃ-রিয়া তথা লোক দেখানো ইবাদত, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা।এই গুলোর দ্বারা কি মানুষের ইমান চলে যায়? কাফের হয়ে যায়? আরো কিছু ছোট শিরক সম্পর্কে কি জানানো যায়?
২.কেও যদি নির্বাচনের মাঝে মারামারির ভিডিও দিয়ে বলে, "আল্লাহ কয়েকটা উইকেট ফালাইয়া দেও" ( সে চাইছে এরা মারামারি করে কিছু মারা যাক)। এতে কি কেনো ভাবে আল্লাহর সাথে বেয়াদবি হয়?কুফর হবে? এই ধরনের ভিডিওতে এই নির্বাচনে ক্ষমতা দখল নিয়ে মারামারি দেখে কেও হাসাহাসি, বা শেয়ার করলে কি কুফর হবে?
৩. আপনাদের দেওয়া বিভিন্ন মাসআাল, ফতোয়ার আলোকে আমরা কি আমাদের জীবনে বিভিন্ন ঘটনা কুফর কিনা,হালাল/হারাম কিনা, এইসব নিজেরা বিচার করে করে চলতে পারবো?
৪. কোনো মুসলিম বিধর্মীদের কোনো বংশ বা রক্তধারার মানুষ বলে নিজেকে দাবী করলো কি কুফর হবে? ধরুন কেও বললো " সে ভট্টাচার্য " এতে কি কাফের হবে?
৫. চার নং এর ক্ষেত্রে কুফর হলে, কেও যদি এমন বংশের বা রক্তধারার বলে নিজেকে দাবী করে যাদের মূল বা শুরু হিন্দু ছিলো তবে এখন এদের বংশের অনেকে মুসলিম হয়ে গিয়েছে, মানে এই বংশে মুসলিম ও আছে।(যেমনঃ সূর্যবংশী মেবারী( রাজপুত)) তবেও কি কুফর হবে?