আসসালামু আলাইকুম,শায়খ।
এক বোন কেমন যেন অস্থিরতার স্বপন দেখেন,ঘুম থেকে উঠে উনার মাথা ভার ভার লাগে।যেমন
একদিন ফজরের আগে দেখলেন উনার বিবাহ ঠিক করার জন্য উনাকে পাত্রপক্ষ দেখতে আসছে,পাত্রদের কথায় পজিটিভ সিগন্যাল ছিল,কিন্তু সৌন্দর্যের দিক থেকে উনার পছন্দ হয় নাই,তাই উনি না করে দিসেন।তারপর ফজরের সালাতে উঠে উনার মন বিষন্ন ছিল, উনি দুয়াও করেছেন উনার কেমন বর চাই
আবার ফজরের পরে ঘুমিয়ে দেখলেন উনার বিবাহিত এক লোকের সাথে বিয়ে হয়েছে,উনি জানতেন না,জানার পরে পরিবারকে অনেক কঠিন কথা শুনাইছেন,এমনো বলছেন আল্লাহকে এত বার বললাম,আল্লাহ শুনল না,আর দুয়াই করতাম না,এমন দুইবার নাকি বলছেন।দেন,উনার পিতা মাতা উনাকে নিয়ে নাকি জামাই বাড়ির উদ্দেশ্যে ট্রেনে উঠতে যান,সেখানে অনেক হেসেল হয়,পরে উনি এবং উনার মা ট্রেন মিস করেন,উনার পিতা ট্রেনে উঠেন(পিতা মৃত)..তারপর অন্য ট ট্রেনে উঠেও নাকি বিভিন্ন বিপদের মুখে পড়তে হয়,আগুন লাগা,অন্য ট্রেন উনাদের ট্রেনের উপর পড়ে যাওয়া,চুরি এইসব,উল্লেখ্য কোথেকে যেন উনার ভাই উনাদের সাথে এসে এই ট্রেনে উঠেন,উনি উনার ভাই এবিং মার হাত শক্ত করে ধরে আল্লাহর রহমতে ট্রেনে থাকেন,কিন্তু শেষে উনার মা নাকি
হিপনোটাইজড হয়ে ট্রেন হিতে নেমে পড়েন
এরকম আরো অস্থির স্বপ্ন দেখে ন উনি।
উল্লেখ্য,আপুটার বয়স ২৪+ এবং উনি অবিবাহিতা।উনার পরিবারগত কিছু দুশ্চিন্তাও আছে
এর ব্যাখ্যা কি হবে শায়খ,উনাদের পরিবারে যাদুগত প্রব্লেম ও নাকি আছে
যারা পড়বেন প্লিজ মন্দ ধারনা করবেন না স্বপ্ন নিয়ে