আসসালামু আলাইকুম,
শায়েখ আমার একটা প্রশ্ন, ফেসবুকে যদি কেউ তার হারিয়ে যাওয়া মা বোনের ছবি দিয়ে সাহায্য চায় খুজে পেতে, সেক্ষেত্রে আমি কি তাদের পোস্টটি শেয়ার করতে পারবো কি না? এতে তাদের দেয়া পিক শালিন তবে পর্দার সহিত না হয়,, চুল খোলা এরকম যদি হয় আর আমার উদ্দেশ্য তাদের সাহায্য করার জন্য, এক্ষেত্রে আমার করনিয় কি? আমি শেয়ারের মাধ্যমে তাদের ছবি অনেকে দেখবে তাতে কি আমি পাপের ভাগিদার হবো কিনা?
আমি সেই পোস্টটি নিচে তুলে ধরলাম -
খুলনা থেকে হারিয়ে গেছে এক মা। মাকে খুঁজে না পেয়ে বাকরুদ্ধ সন্তানরা। সন্তানরা বলছেন, ২৬ দিন আগে বাসার পাশে পানি আনতে গিয়ে আর ফিরেননি। অবাককাণ্ড বটে কিন্তু এটাই সত্য।
এ মা, সহজ সরল। গুছিয়ে কথা বলতে পারেন না। মাকে খুঁজে না পেয়ে সন্তানরা দিশাহারা হয়ে থানা, পুলিশ, মিডিয়া হাউজ সর্বত্র ঘুরছেন কিন্তু কোনো খোঁজ পাচ্ছেন না। মা পাগল সন্তানগুলোর কাছে এই মাকে ফিরিয়ে দিতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এগিয়ে আসুক। আমার ফেসবুকে যারা বন্ধু এবং ফলোয়ার আছেন তারাও এ মায়ের চেহারা চিনে রাখুন। কোনো খোঁজ পেলে জানান। দ্বিতীয় ছবিটিতে যোগাযোগ নাম্বার আছে। সকলের সম্মিলিত চেষ্টায় হয়তো এ মায়ের খোঁজ পাওয়া যেতে পারে।