আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
266 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (106 points)
আমাদের ইউনিভার্সিটির মেয়েদের হলের নামায ঘরের বুকসেল্ফ সহ আরো যাবতীয় সরঞ্জাম কেনার জন্য সাদাকাহ সংগ্রহ করা হচ্ছে।

এজন্য আমরা আমাদের রুমমেটদের সাথে কথাটি শেয়ার করি এবং যারা টাকা দিতে ইচ্ছুক তাদের থেকে টাকা সংগ্রহ করি।

পরে স্মরণ হয় যে এর মধ্যে একজন রুমমেইটের বাবা ব্যাংকে জব করে আরেকজনের বাবা গ্রামীণ ব্যাংকে জব করতেন,এখন রিটায়ার্ড।

এখন তারা তাদের বাবার ইনকাম থেকে নামাযরুমের জন্য টাকাটা দিয়েছে কিনা আমাদের জানা নেই।

প্রশ্ন হলো

১। এটি যদি হারাম ইনকামের টকা হয়, নামাযঘরের বুকসেল্ফ ও অন্যান্য সরঞ্জাম কেনার জন্য এই টাকা নেওয়া কি জায়েজ হবে?

২। যদি জায়েজ না হয়,তাহলে এই টাকাটা আমরা নিয়ে ফেলেছি,এটার ব্যাপারে কী করব?

1 Answer

0 votes
by (606,150 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হারাম টাকার বিধান হল, তা প্রাথমিকভাবে মূল মালিকের কাছে ফেরত দেয়া।নতুবা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সদকা করে দেয়া।
 من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء
যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনারা ঐ দুই বোনকে জিজ্ঞাসা করুন, তারা কোথা থেকে ঐ টাকা দিয়েছে।বাবার হারাম ইনকাম থেকে দিয়েছে কি না? যদি বাবার হারাম ইনকাম থেকে না দেয়, তাহলে জায়েয। আর বাবার হারাম ইনকাম থেকে দিলে ঐ টাকা সদকাহ করে দিবেন। সদকাই এবং জনকল্যাণ মূলক কাজই এর একমাত্র পথ ও রাস্তা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (106 points)
যদি সদকাহ করে দিই,সেটা,যাদের টাকা তাদের না জানিয়ে করা যাবে?
by (606,150 points)
জ্বী , জানিয়ে সদকাহ করতে পারবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...