আসসালামু আলাইকুম
একজন বোনের ১৫ -১৬ বছর বয়সে একজন লোকের সাথে সম্পর্ক ছিলো,পরবর্তীতে ঐ বোন তার কোনো অভিভাবক কে না জানিয়ে ঐ ব্যক্তিকে বিয়ে করেন।
বিয়ের সময় ঐ ব্যক্তির পরিচিত দুইজন সাক্ষী উপস্থিত ছিলেন,মোহরও নির্ধারিত হয়েছিলো,কিন্তু আদায় করার নিয়তে নির্ধারণ করে নাই।
শুধু মাত্র বিয়ে করার নিয়তে মোহর নির্ধারণ করে এবং সাক্ষী রেখে তারা দুইজন বিয়ে করে নেয়।
উল্লেখ্য, বোনটির মতে তিনি ঐ সময় আল্লাহ তে তেমন বিশ্বাসী ছিলেন না,এবং এখন তিনি সালাফি আকিদা অনুসরণ করেন বলে জানিয়েছেন।
পরবর্তীতে বোনটি তার ভুল বুঝতে পেরে, আল্লাহর রহমতে দ্বীনের বুঝ পেয়ে ঐ সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেন,লোকটিও তার সাথে আর যোগাযোগ করেনি।
তাদের দুইজনের মধ্যে তালাকও হয়নি।
দুইজন ই পরবর্তীতে পুনরায় ভিন্ন ভিন্ন স্থানে বিয়ে করে নতুন করে সংসার করছেন।বিয়ে করার সময় বোনটি কারো কাছে শুনেছিলো যে অভিভাবক ছাড়া বিবাহ বাতিল হয়ে যায়, এই ফাতওয়ার উপর ভিত্তি করে তিনি দ্বিতীয় বিয়ে করতে সম্মত হন।
এখন সম্মানিত মুফতির কাছে উক্ত বোনের পক্ষ থেকে আমার জিজ্ঞাসা,
১.তাদের পূর্বের বিয়ে টা কি সহীহ ছিলো (উনি যদি সালাফি আকিদা পোষণ করেন)?
২.প্রথম বিয়ে যদি সহীহ হয়ে থাকে, তাহলে দ্বিতীয় বিয়ের ব্যাপারে হুকুম কি হবে? দ্বিতীয় বিয়ে টাকে হালাল করার জন্য ঐ বোনের করণীয় কোনো উপায় আছে? বোনটির পরিবার প্রথম বিয়ে সম্পর্কে সম্পূর্ণ বেখবর।