আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
63 views
in পবিত্রতা (Purity) by (81 points)
১)পশু জবাইয়ের সময় আল্লাহু আকবার বলা কি ফরজ? কেউ যদি জবাইয়ের সময় বিসমিল্লাহ এর পর আল্লাহু আকবার না বলে তাহলে কি জবাই হবে?

২)নাপাক কাপড় পরা বাচ্চার সাথে সালাত চলাকালীন সময় ছোয়া লাগলে কি সালাত হবে?

৩)সিজদার জায়গার সামনে যদি চেয়ার থাকে আর চেয়ারকে যদি কেউ সুতরা না ধরে সালাত আদায় করে আর সালাত আদায়কালীন যদি ছোট বাচ্চা সালাতের জায়গার মধ্যে চলাফেরা করে তাহলে কি সালাত হবে?

1 Answer

0 votes
by (63,560 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/48756?show=48820#a48820 নং ফাতওয়াতে উল্লেখ রয়েছে-

জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা ওয়াজিব। ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দিলে সে পশু খাওয়া হারাম হয়ে যাবে।

কেননাআল্লাহ তাআলা বলেন,

وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ

যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় নিসেগুলো থেকে ভক্ষণ করো নাএ ভক্ষণ করা গোনাহ। (সুরা আনআম-১২১)

 

তবে ভুলে বিসমিল্লাহ ছুটে গেলে জবাই সহীহ হয়ে যায়। ‘বিসমিল্লাহ’ ভুলে যাওয়ার কারণে জবাইকৃত পশু-পাখি হারাম হয়ে যায় না। আল্লাহ তাআলা বলেন,

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا

হে আমাদের পালনকর্তাযদি আমরা ভুলে যাই কিংবা ভুল করিতবে আমাদেরকে অপরাধী করো না। (সূরা বাকারা ২৮৬)

 

হাদীস শরীফে এসেছে-

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ شَهِدْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الأَضْحَى بِالْمُصَلَّى فَلَمَّا قَضَى خُطْبَتَهُ نَزَلَ عَنْ مِنْبَرِهِ فَأُتِيَ بِكَبْشٍ فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ وَقَالَ " بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ

জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কুরবানীর ঈদে প্রত্যক্ষ করেছি। তিনি খুতবা প্রদান শেষ করে মিম্বর থেকে নেমে এলেন। একটি মেষ আনা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেটিকে যবাহ করলেন। বললেন, "বিসমিল্লাহি আল্লাহু আকবর"  সহীহ আবূ দাউদ ২৫০১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৫২১

 

হাদিসে এসেছেআব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিতরাসূলুল্লাহ ﷺ বলেছেন,

  إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ

নিশ্চয় আল্লাহ আমার উম্মতের ভুলবিস্মৃতি এবং বাধ্য হয়ে করা বিষয় ক্ষমা করেছেন। (ইবন মাজাহ ২০৪০)

 

জবেহের কাজে অংশীদার ব্যক্তির বিসমিল্লাহ বলা ওয়াজিব। জবাইয়ে শরিক ব্যক্তি ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বললে জবাইকৃত পশু হারাম হয়ে যাবে। তবে যারা পশুকে ধরাশায়ী করার জন্য সাহায্য করেতাদের জন্য বিসমিল্লাহ বলা ওয়াজিব নয়। (ফতোয়ায়ে শামি: ৯/৪৮২জাদিদ ফিকহি মাসায়িল২/২৩৪ (কপি)

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

১. জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা ওয়াজিব। আর হাদীস শরীফে এসেছে যে, রাসূল সা. জবাইয়ের সময় "বিসমিল্লাহি আল্লাহু আকবর" বলেছেন। তবে শুধু ‘বিসমিল্লাহ’ বলে জবাই করলেও হবে। কিন্তু উত্তম হলো "বিসমিল্লাহি আল্লাহু আকবর" বলা।

২. না, প্রশ্নোক্ত ক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে না, যদি ছোয়া লাগার কারণে (দৃশ্যমান) নাপাকি না লাগে।

৩. না, সালাতের জায়গায় বা সেজদার জায়গায় ছোট বাচ্চা ঘুরা ফেরা করাতে নামাজের কোনো সমস্যা হবে না। এমনকি নামাজ মাকরূহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 232 views
...