বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্থল যুদ্ধে যদি কোনো মুজাহিদ শহীদ হন,তাহলে ঋণ/মালের খেয়ানত ব্যতীত আল্লাহ উনার সকল প্রকার গোনাহকে মিটিয়ে দিবেন,ক্ষমা করে দিবেন।ঋণ পরিশোধের সুযোগ হয়নি বা অক্ষম, এমন হলে অবশ্যই আল্লাহ ঐ ঋণকেও ক্ষমা করে দিবেন।আর কোনো কোনো বর্ণনানুযায়ী সাগরের শহীদের সকল প্রকার গোনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন।আল্লাহ-ই ভালো জানেন। বিস্তারিত জানতে ভিজিট করুন-
2270
কুরআন-হাদীস পড়তে প্রশ্ন জাগতেই পারে।যেহেতু শুধুমাত্র কুরআন মানুষের হেদায়তের জন্য যথেষ্ট নয়,এজন্য কুরআনের ধারক বাহক হিসেবে একজন রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন।যিনি উম্মতকে কুরআন পড়ে শুনাবেন ও কুরআনের ব্যখ্যা করবেন।সুতরাং প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনি বর্তমান পরিস্থিতে একজন শিক্ষকের নেগরানিতে কুরআন হাদীস পড়বেন।তখন প্রশ্ন জাগলে উস্তাদ আপনার ভূলকে শুধরে দিবেন।
আল্লাহ তা'আলা বলেন,
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি?(সূরা ক্বামার-১৭)
ইবনে কাসির রাহ বলেন,
" أَيْ: سَهَّلْنَا لَفْظَهُ، وَيَسَّرْنَا مَعْنَاهُ لِمَنْ أَرَادَهُ ، لِيَتَذَكَّرَ النَّاسُ "
অর্থাৎ আমি কুরআনের শব্দাবলীকে সহজ করে দিয়েছি।এবং কুরআনের অর্থ সমূহকে সহজ করে দিয়েছি সেই সব ব্যক্তিদের জন্য যারা কুরআন পড়তে চায়,এবং অর্থ শিখতে চায়।
(তাফসীরে ইবনে কাসির-৭/৪৭৪)
আল্লামা সা'দী রাহ বলেন,
" أي : ولقد يسرنا وسهلنا هذا القرآن الكريم ، ألفاظه للحفظ والأداء ، ومعانيه للفهم والعلم ،
আমি কুরআনের শব্দাবলী ও অর্থকে সহজ করে দিয়েছি।মুখস্থ করার জন্য এবং বুঝার জন্য।
(তাফসীরে সা'দী-৮২৫)
ইবনে উসাইমিন রাহ বলেন,
" المعنى: أن الله تعالى يسر القرآن، أي: يسر معانيه لمن تدبره ، ويسر ألفاظه لمن حفظه ، فإذا اتجهت اتجاهاً سليماً إلى القرآن للحفظ : يسره الله عليك، وإذا اتجهت اتجاهاً حقيقياً إلى التدبر وتفهم المعاني : يسره الله عليك "
যে ব্যক্তি কুরআন বুঝতে চায়,এবং এর জন্য সে পদক্ষেপ গ্রহণ করে ও চেষ্টাপ্রচেষ্টা করে,তার জন্য আল্লাহ কুরআনকে সহজ করে দিয়েছেন।এবং যে ব্যক্তি কুরআনের আয়াতকে মুখস্থ করতে চায়,এবং এর জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে,আল্লাহ তার জন্য কুরআনকে সহজ করে দিবেন।
(লিকাউল বাবিল মাফতুহ-১৩/১৮৪)
সু-প্রিয় প্রশ্নকারী
কুরআন সহজ।তবে সেই ব্যক্তির জন্যই সহজ,যে চেষ্টা প্রচেষ্টা করকে।দেখু পৃথবীতে অনেক ধর্ম রয়েছে।কিন্তু কুরআন ব্যতীত অন্যান্য ধর্মগ্রন্থের একজন হাফেজও আপনি খুজে পাবেন না।