১) স্ত্রী স্বামীকে এইভাবে যদি জিজ্ঞেস করে,
"কেনায়া বলার সময় তালাকের নিয়ত ছিল না?"
স্বামীর নিয়ত ছিল না তাই "হ্যা" দ্বারা উত্তর দেয়। এতে কি তালাক হবে?
২) স্বামীর নিয়ত না থাকাকে "হ্যা" বলে উত্তর দেওয়ার পর স্ত্রী বলে "হ্যা বললে কেন?"
তখন স্বামী বলে "না বলেছি"।
"না বলেছি" বলতে স্বামী বুঝাইছে "হ্যা" দ্বারা নিয়ত ছিল না বুঝিয়েছে। তাই বলেছে "না বলেছি"।
এইখানে কি তালাক হবে?
৩) ১ ও ২ নং প্রশ্ন যা যা উল্লেখ আছে দয়া করে বলুন এইখানে কি মিথ্যা স্বীকারোক্তি হয়েছে? তালাক কি হবে?
৪) ১ম বার স্ত্রী স্বামীকে এইভাবে জিজ্ঞেস করল "কেনায়া বলার সময় কি তালাকের নিয়ত ছিল?"
তখন স্বামী বলে, "না"
২য় বার স্ত্রী এইভাবে জিজ্ঞেস করল "কোনো নিয়ত ছিল?"
তখন স্বামী বলল "হ্যা"।
স্বামীকে ২য় বার প্রশ্ন করার পর সে উত্তরে মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য কি তালাক হবে?