আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
232 views
in সালাত(Prayer) by (1 point)
edited by
আসসালামু আলাইকুম
১. নামাজে ২ মুসল্লীর দাঁড়ালে তারা কাধের সাথে লাগিয়ে রাখা সুন্নত নাকি তাদের মাঝে ফাঁক রাখা সুন্নত?
২. মুসল্লীরা ২ পা সমান্তরালে রাখা সুন্নত নাকি বাঁকা করে দাঁড়ানো সুন্নত?

৩. বৈঠকে বসার সুন্নত কি?

৪. তাকবীরে তাহরীমা বলার সময় হাতদ্বয় কান স্পর্শ করা সুন্নত না কান পর্যন্ত হাত উঠানো সুন্নত?

৫. কোন রাকাতে সুরা ফাতিহার আগে তাশাহুদ পড়লে সাহু সিজদা দিতে হবে?
৬. কোন মুসলিম যদি হিন্দুদের পুজা উদ্বোধন করতে যায় তার ঈমান থাকবে?

1 Answer

0 votes
by (589,260 points)

জবাবঃ- 
(১)
কাধের সাথে কাধ মিলিয়ে রাখা সুন্নত।
আয়েশা রা. বলেন,
 ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ ﻗَﺎﻟَﺖْ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮْﻝُ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَ ﺳَﻠّﻢَ ﺍِﻥّ ﺍﻟﻠﻪَ ﻭَ ﻣَﻠٰﺌِﻜَﺘَﻪُ ﻳُﺼَﻠُّﻮْﻥَ ﻋَﻠَﻰ ﺍﻟﺬِﻳْﻦَ ﻳَﺼِﻠُﻮْﻥَ ﺍﻟﺼُّﻔُﻮْﻑَ ﻭَ ﻣَﻦْ ﺳَﺪّ ﻓُﺮْﺟَﺔً ﺭَﻓَﻌَﻪُ ﺍﻟﻠﻪُ ﺑِﻬَﺎ ﺩَﺭَﺟَﺔً . 
 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ তাদের প্রতি রহমত বর্ষণ করেন, যারা কাতারসমূহকে সংযুক্ত করে। আর যে ব্যক্তি ফাঁক বন্ধ করল, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেন।
(সুনানে ইবনে মাজাহ, হাদীস ৯৯৫; মুসনাদে আহমাদ, হাদীস ২৪৬৩১)বিস্তারিত জানুন- 983


(২)
সমান সমান রাখা সুন্নত।

(৩)
বাম পা বিছিয়ে সেই পায়ের পাতার উপর নিতম্ব রেখে বসা।এবং ডান পাকে খাড়া রাখা।পায়ের আঙ্গুলি সমূহকে পশ্চিমমুখী করে রাখা।এটাই সুন্নত।প্রথম ও শেষ বেঠকে এটাই সুন্নত।তবে অন্যন্য মাযহাবে ভিন্ন ব্যখ্যাও রয়েছে।

(৪)
কান পর্যন্ত উঠানো সুন্নত।স্পর্শ করা সুন্নত নয়।

(৫)
ইমাম মুহাম্মাদ রাহ থেকে বর্ণিত,
وعن محمد لو تشهد في قيامه قبل قراءة الفاتحة فلا سهو عليه وبعدها يلزمه سجود السهو، وهو الأصح؛ لأن بعد الفاتحة محل قراءة السورة فإذا تشهد فيه فقد أخر الواجب وقبلها محل الثناء، 
সূরায়ে ফাতেহার পূর্বে তাশাহুদ পড়ে নিলে সাহু সিজদা ওয়াজিব হবে না।তবে সূরা ফাতেহার পর তাশাহুদ পড়ে নিলে, সাহু সিজদা ওয়াজিব হবে।এটাই বিশুদ্ধতম মত।কেননা সূরা ফাতেহার পর কিরাতের স্থান।এখন যদি কেউ তাশাহুদ পড়ে নেয়।তাহলে ওয়াজিব পিছিয়ে যাবে।আর সূরা ফাতেহার পূর্বে ছানার তথা আল্লাহর প্রশংসার স্থান(বিধায় সেখানে তাশাহুদ পড়া যাবে)
(তাবয়ীনুল হাক্বাঈক্ব-১/১৯৩,ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১২৭)

(৬)
যদি সে পুজাকে সম্মান করে বা হক মনে করে এমনটা করে,তাহলে তার ঈমান থাকবে না।তবে নিরুপায় হয়ে বা ভিন্ন কোনো হেকমত বা রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে গেলে ঈমান যদিও থাকবে,তবে বুঝা যাবে যে,তার ঈমান সর্বনিম্নপর্যায়ের ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (20 points)
করোনাকালীন কাতার ফাঁকা রাখার ব্যাপারেও জানতে চাইছি মুহতারাম।
by (589,260 points)
করোনা কালিন সময়ে মুখে মাস্ক  এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা অনুমোদিত।এটা মূল হুকুম নয়।বরং মূল হুকুম হল,এদুনুটা মাকরুহ।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...