আমি একটি 3d সফটওয়্যারে কাজ করি যার নাম blender,,,যাতে একটি বানরের অবয়ব আছে যা একটু কার্টুন আর একটু বাস্তব দেখতে। এর নাম suzanne.আমি কাজ করতে গেলে বানরটির ইনশাল্লাহ ব্যবহার করবো না।
আবার সফটওয়্যারটির মাসকট( মাসকট হচ্ছে সৌভাগ্য আনে এমনটা বিশ্বাস করা অথবা একটি দল, জাতি ইত্যাদিকে represnt করে) আছে।
আবার সফটওয়্যারটির লোগোর একটি অর্থও হচ্ছে চোখ আবার অন্য অর্থ হচ্ছে বৃদ্ধা আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলের সাথে লাগিয়ে বাকি তিনটি আঙ্গুল সোজা। লোগোর ব্যাপারটা মানুষের ধারণা অফিসিয়ালি কিছু বলে নাই। আবার সরাসরি এইসব বোঝাও যায় না।
লোগোর অর্থ, মাসকট এবং বানরটির জন্য কি ইনকাম হারাম হবে?
উল্লেখ্য: কাগজ হচ্ছে 2d এবং আমার কাজ হচ্ছে কম্পিউটারে 3d। অর্থাৎ, একটি গাছ যখন বানাব কম্পিউটারে, তখন এর উপর, নিচ, ডান, বাম, ভিতরে, বাইরে সব জায়গায় দেখতে পারবো। বিক্রির সময় 2d আকারে দিলে তারা প্রিন্ট করতে পারবে এবং শুধু একটি জায়গা দেখবে আর 3d আকারে দিলে ভিডিও আকারে চারপাশে দেখতে পারবে।