ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাশিক শব্দের অর্থ হল, সুন্দর ও মার্জিত গঠনশৈলী।
رشق (المعجم الرائد)
رشق - يرشق ، رشاقة
1- رشق : كان حسن القامة لطيفها. 2- رشق في عمله : كان خفيفا سريعا.
সাদমান শব্দের অর্থ হল, শোককাতর, আর সাদ অর্থ, কালো/সৌভাগ্যবান ব্যক্তি। একসাথে যুক্ত করলে অর্থ দাড়ায়, "দূঃখ হতে মুক্ত"।
পৃথুল অর্থ, মোটা, বড় ইত্যাদি।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জ্বী, এই নাম রাখতে পারবেন।তবে পৃথুল শব্দটি দৃ্ষ্টিকঠোর। তাই এটাকে পরিহার করাই উত্তম হবে।