আসসালামু আলাইকুম হুজুর, গতকাল আমি হুরমতে মুরাসবাহ সম্পর্কে জানতে পারি। এখন আবার মনের মধ্যে নতুন কথার উদ্রেক হচ্ছে। আমি কি করতে পারি?
যদি মনের মধ্যে শয়তান কর্তৃক কিছু উদ্রেক হয় কিন্তু তাতে নিজের সম্মতি না থাকে এবং নিজের মন থেকে পরিহার করার জোর চেষ্টা থাকে তাহলে কি তা হুরমতে মুরাসাবাহ সাব্যাস্ত হবে?
ধরুন, আমার শাশুড়ি অথবা মা মাথায় হাত দিয়ে দোয়া করতে থাকে তখন শয়তান কর্তৃক কিছুর উদ্রেক করতে চাইলে তা যদি নিজের সমস্ত মনের জোর দিয়ে প্রতিহত করার চেষ্টা করা হয়, তবুও কি তা হুরমতে মুরাসভাহ স্যাবস্ত হবে? এক্ষেত্রে যাকে স্পর্শ করা হচ্ছে সেটা যদি স্বাভাবিক হয় এবং তার প্রতি যদি কোন কাম ভাব না থাকে কিন্তু অন্য কারো প্রতি কাম ভাব আসলে বা এমনিতেই গোপনাঙ্গ দাঁড়িয়ে গেলে কি হবে? একজন মায়ের প্রতি ছেলের কাম ভাব কিভাবে জাগ্রত হতে পারে?
মায়ের স্বাভাবিক স্পর্শ এর সময় যদি গোপনাঙ্গ দাঁড়িয়ে যায় কিন্তু অনুভুতিটা মায়ের প্রতি নয় বরং অন্য কারো প্রতি বা এমনি এমনি।
যেমন মাঝে মধ্যে আল্লাহ এবং রসুল সম্পর্কে অনেক আজে বাজে কথা মনে আসে সেটা ত আমার মনের কথা নয়, মন থেকে ত কখনো প্রশ্রয় দিইনা।
ঠিক তেমনি স্পর্শ এর সময় যদি গোপানাঙ দাঁড়িয়ে যায় শয়তানের ওয়াস ওয়াসার জন্য কিন্তু আমি তাকে মন থেকে কোন প্রশ্রয় না দিই।
যেমন, মা যখন আমাকে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে ঠিক তখনই হয়ত অন্য একজন মেয়ে এর কথা মনে গেল বা এমনি এমনি গোপনাং দাঁড়িয়ে গেলো কিন্তু সেটা তার প্রতি নয়। আমি মন থেকে প্রতিহত করি, কিন্তু মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারি না কারন এতে তিনি আমার উপর অসন্তোষ হতে পারেন।
তবে আমি শয়তান কে কখনোই এ বিষয়ে জয়ী হতে দিই নাই।
আসলে আমি কিছুতেই মনের ভাব টা সুন্দর করে প্রকাশ করতে পারছিনা।
আমার অবস্থা খুবই খারাপ। হতাশ এবং ভীত।
আর এখন ত আমি আমার মায়ের সাথে এবং শাশুড়ির সাথে কথা পর্য
ন্ত বলতে পারছিনা। শয়তানের ওয়াস এয়াসা চলে আস্তেছে।
আমার মৃত্যুই কি একমাত্র সমাধান?