আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার তালাকের ওয়াসোয়াসা হত।যখন ঝগড়া হত তখন তা প্রবল হত।
১,আমার স্ত্রীকে বলতাম যতদিন তোমার বাবার বাসায় আসো ততদিন তোমার বাবা মার কথা মেনে চল পড়ে তারপর আমাদ কথা।কিন্তু এই কথা বলাতে ভয় ধরে যায় তার বাবা মা যদি আমার থেকে তালাক নিতে বলে তাহলে কি আমি আমার এই কথার দ্বারা অনুমতি দিয়ে দিলাম?.
২, আমার স্ত্রী বলছিল মাঝে মাঝে যখন আমার সাথে মনমালিন্য হয় তখন তার অনেক সময় নষ্ট হয় সে প্রোডাক্টভ কোনো কাজ বা পড়াশুনা করত পারেনা।তখন আমি বপ্লছি ধুর,আমার যা হয় হোক,আমি যাই বলি যতই ঝগড়া দিই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবি,এসবে (মানে আমার ইস্যু নিয়ে) ব্যস্ত থাকার টাইম আছে তোর? এখানে এরকম আরো কিছু কথা বলি এসব বলতে গিয়েই তালাকের নিয়ত বা তালাকের কথা মাথায় এসে যায়। মানে এখানে তালাকের নিয়তে বল্ললে কোনো রুপ তালাক বা তার অনুমতি দেয়া হবে কিনা।কারণ সে আমার কথা পাত্তা না দিয়ে তালাক চেয়ে বসে যদি
৩,আমি যখন রাগের মাথায় বলব যে 'তোমার যা খুশি কর,যেটা ভাল মনে হয় কর' এসব যদি তালাকের নিয়তে বলি তাহলে কি তালাকের অনুমতি বা এমন কিছ্য হবে
৪,আমি স্ত্রীর সাথে মেসেজ করছিলাম,তখন বললাম 'উম্মাহর কত সমস্যা,আর আমরা ফালতু বিষয় নিয়ে ঝগড়া করি।তোর কাজ ঠিকঠাক কর দায়িত্ব পালন কর,আমার এসব বিষয়ে মনোযোগ দিতে হবেনা'। এখানে যখন বলি 'মনোযোগ দিতে হবেনা' তখন সম্পূর্ন তালাকের নিয়ত এসে যায় তাই ভয়েতে মনোযোগ এর পড় থেকে আর মেসেজ লিখিনি। 'দিতে হবেনা' বদলে ওই বাক্য কেটে লিখি 'মনোযোগ দিতে হবে কেন?'। এতে কি তালাক হবে
৫, ধরে আমি স্ত্রীকে মেসেজে লিখতিসি তালাকের কথা,একেবারে স্পষ্ট ভাবে,কিন্তজ মেসেজ সেন্ড না করে কেটে দিলাম, তাহলে কি তালাক পড়বে?
6,অনেক সময় স্ত্রীর উপর রাগান্বিত হয়ে ভাবি থাক আর না,একে বেশি আদর ও করবনা ধমক ও দিবনা যা খুশি করুক।যতটুক হলে স্বামী স্ত্রী থাকে ততটুক করব।।তাই ওকে বলি আমার কাছে আর কিছু বলার দরকার নাই যা মন চায় করো।এসব এ কি সমস্যা হবে? আমার ভয় হয় হয়ত সমসুয়া হবে,তাও এসব বলতে গিয়েও পারিনা।
৭, তাকেত পড়াশুনার সুযোগ দিসি যখন এমন কষ্টদায়ক আচরণ আসে তখন বলি 'আমার কিসের ঠেকা তোমার এসব কাজ করে দেয়ার,নিজের হিসাব নিজে বুঝ' এয়টা অনেক সময় পড়াশুনার জন্য বলি বা সামগ্রিক অর্থেও।তালাকের নিয়তে বললে কি তালাক হবে? আসলে রাগ এসে যায়
৮, স্ত্রীকে যদি তালাকের নিয়তে বলি তোমাকে আর সহ্য হচ্ছেনা,. Amake শান্তি দাও। তাহলে কি তালাক হবে
৯,স্ত্রীকে যদি তালাকের উদ্দ্যেশ্যে বলি তোমাদের এলাকায় আর জীবনেও যাবনা তাহলে কি তালাক হবে