আসসালামু আলাইকুম।
শায়েখ,
আমার আগের প্রশ্ন ও শায়েখ ওলি উল্লাহ হুজুরের উওর লিংক : https://ifatwa.info/54791/
ওয়াসওয়াসা নিয়ে আবার প্রশ্ন করার জন্য আমি আন্তরিক দুঃখিত হুজুর। একটা বিষয় জানার ছিল -
মাঝে মাঝে মনে হচ্ছে আমি তালাক শব্দ উচ্চারণ করে ফেলছি। আসলেই কি উচ্চারণ করছি না মনে মনে কথা বলাটা আমার কাছে উচ্চারণ মনে হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। অনেক সময় জিব্বা নড়ে যাচ্ছে কিন্তুু ঠোট জোর করে বন্ধ করে রাখছি। তারপরেও সন্দেহ পিছু ছাড়ে না মনে হয় উচ্চারণ করলাম।
ওয়াইফ এর সাথে সাধারন কথাবার্তা বলতে গেলে ও মনে হয় জিব্বা নাড়িয়ে তালাক বলে ফেললাম শব্দ না করে।
ওয়াইফকে আলু ছানা দিয়ে ভাত দিতে বললাম। কিছুসময় পর ওয়াইফ এসে বলে যে,
-দুধ দিয়ে দেবো?
-আমি বললাম যে, না।
-তারপরেও বার বার বলছে।
-আমি কিছুটা রাগ করে বললাম যে, যাও! যেয়ে ইয়ে করো,আলু ছানা দিয়ে ভাত দাও।
-যখনি আমি বললাম, যাও! যেয়ে ইয়ে করো ঠিক তখনি আমার মনে তালাক শব্দ ও যেয়ে বিয়ে করোগা এমন চিন্তা মাথায় চলে এসেছে। আমার মাথায় উল্টা পাল্টা কথা বা খেয়াল আসে। এথেকে আমি বেরোতে পারছি না।
-এতে কি তালাক হবে হুজুর?
এভাবে প্রতিটা কাজে আমার সন্দেহ হচ্ছে। শান্তিতে থাকা আমার জন্য কুশকিল হয়ে গেছে। প্রতিটা দিন কোন না কোন সন্দেহ মনে আসে আর আপনাদের কাছে প্রশ্ন করতে বাধ্য হয়।
বিশেষ করে পানি খাবার সময়, হায় তুলতে গেলে,কোন সুর গুনগুন করতে গেলে, এমনকি মুখ দিয়ে কোন শব্দ উচ্চারণ হলেই মনে হচ্ছে আমি তালাক উচ্চারণ করে ফেললাম।
আমার প্রশ্ন শায়েখের কাছে :
★★★আমি কি এগুলো সম্পূর্ন ওয়াসওয়াসা মনে করে চিন্তা করা থেকে নিজেকে বিরত রাখবো??