আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ শায়খ।
১।
ifatwa.info/48147/
এইখানে ১ নং প্রশ্নে আপনি বলেছেন বিয়ে না পড়িয়েও নির্জনে দেখা করতে পারবে গুণাহ হবে না।স্বামী এসব বিষয়ে জানে না মানে ঈলা বিষয়ে তেমন কিছু।স্ত্রী বুঝাতে ভয় পাচ্ছে কারন স্বামী যদি হঠাত কেনায়া বা অন্য কিছু বলে ফেলে যার দ্বারা তালাক হতে পারে এমন কিছু বলবে বলে।কারন স্বামী জানে না কি কি বললে বা কিভাবে বললে বিচ্ছেদ হতে পারে।।শুধু স্ত্রী বার বার মানে অনেক বার বলেছিল বিয়ে করতে আবার।স্বামী বলেছিল করবে।যদি না করে তাহলে কি গুণাহ হবে?।আর আপনিও তহ বলেছেন সতর্কতা সরূপ বিয়ে করতে তালাক হয় নি।স্ত্রী তহ কয়েকবার বলেছে তবু যদি স্বামী বিয়ে না করে আবার বা নামিয়ে নিয়ে যাওয়ার সময় ও না করে তাহলে কি কোন গুণাহ হবে? ওদের তহ তালাক হয় নি।শায়খ মেয়েটা টেনশনে পাগলের মত হয়ে যাচ্ছে। সে স্বামীকেও এই ব্যাপারে বলতে ভয় পাচ্ছে।জানে না স্বামী কি বলবে। সে হয়ত শুধু এইটা বলতে পারে বিয়ে করেন আবার।স্বামী যদি না করে তাহলে কি গুণাহ হবে? মেয়েটার মা বাবাও মানতেছে না কিন্তুু মেয়েটা তার স্বামীর সাথে থাকতে চায়।আর এসব বিষয় নিয়ে চিন্তা করতে করতে সে প্রায় সব বিষয় নিয়ে ওয়াসওয়াসায় ভুগে।দয়া করে একটু বলবেন আবার বিয়ে না করে সংসার করলে কি গুণাহ হবে? তালাক তহ হয় নি ওদের আপনি বলেছিলেন।দয়া করে একটু বলেন।
২।স্বামীকে কি আর বিয়ে করতে বলা উচিত হবে? অনেকবার বলেছিল।কিন্তু করবে বলে করে নি।নামিয়ে নিয়ে যাওয়ার সময় ও যদি করবে বলে না করে তাহলে আর বলা কি উচিত হবে?
৩।ধরেন কোন স্বামী যদি বলে যদি বলস মরে যাব, জীবন এটা আর রাখব না ভাল লাগতেছে না তাহলে তালাক হবে।তহ স্ত্রী যদি এমনিতে গান গায় ওখানে যদি এমন মরার কথা থাকে তাহলে কি তালাক হবে সেটা গাইলে?সে তহ এমনিতে গান গাচ্ছে।ধরেন প্রথমে খেয়াল থাকলেও পরে খেয়াল না করে এমনটা গেয়ে ফেললে কি তালাক হবে?এই প্রশ্নটা এমনিতে জানার জন্য।আমার না এইটা প্রশ্ন।মানে আমার স্বামী এমনটা বলে নি। মানে পুরোপুরি এমন বলে নি স্বামী।