জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْوَزَغِ وَسَمَّاهُ فُوَيْسِقًا صحيح
‘আমির ইবনু সা‘দ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিটি (টিকটিকি) মারার হুকুম করেছেন। তিনি তার নাম দিয়েছেন অনিষ্টকারী।
মুসলিম, আহমাদ।
★সুতরাং টিকটিকি একটি হারাম প্রানী,তাই এর পেশাব বিষ্ঠাও নাপাক।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
টিকটিকির বিষ্ঠা নাজাসতে গালিজা। সুতরাং এই বিষ্ঠায় পানি লেগে যদি সেই পানি জুতায় মিলিত হয়, তাহলে উক্ত জুতা যত জায়গায় লাগবে, সব জায়গা-ই নাপাক হিসেবে বিবেচিত হবে।
আরো জানুনঃ-
★প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি আপনি সত্যিই নিশ্চিত হোন যে, টিকটিকির বিষ্ঠায় পানি লেগে সেই পানি স্যান্ডেলে লেগে মিলিত হয়, এবং স্যান্ডেলের গোল অংশ থেকে পানি বের হয়ে পা ভিজে যায়,তাহলে উক্ত জুতা যত জায়গায় লাগবে, সব জায়গা-ই নাপাক হিসেবে বিবেচিত হবে।
পা নাপাক বলে বিবেচিত হবে।
সেই পা পাক না করে গামছা দিয়ে মুছলে গামছাও নাপাক বলে বিবেচিত হবে।
তবে যদি টিকটিকির বিষ্ঠায় পানি লেগে সেই পানি স্যান্ডেলে লাগা সম্পর্কে আপনি যদি নিশ্চিত না হোন,বিষয়টি যদি কেবলমাত্র আপনার মনের সন্দেহ হয় ,সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত ছুরতে কিছুই নাপাক হবেনা।