https://ifatwa.info/54145/ নং ফতোয়ায় আপনি যেই উত্তর দিছেন সেই উত্তর পাওয়ার আগেই আমি আব্বুর সাথে কথা বলছি। তাই
https://ifatwa.info/54145/ নং ফতোয়ার আলোকে কিছু প্রশ্ন।
১. শায়েখ! আমি তো আপনার উত্তর পাওয়ার আগে আব্বু কে বলছি যে আপনি তো আমাকে টাকা দিয়েছিলেন , তা আপনার থেকে আমি ধার হিসেবে নিলাম (মানে ব্যাংক অ্যাকাউন্ট এ যেই টাকা দিয়েছিল), পরে শোধ করে দিবো ইনশাআল্লাহ।(আমার মনের নিয়ত ছিল আব্বু কে আমি জানাবো না যে আমি ৪৫০০০ টাকা খরচ করে ফেলেছি,তাই এইভাবে বলছি)। তারপর আব্বু বলছে আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পর আমি আমার পরিবারের অন্যান্য সদস্য দের সাথে কথা বলছি এবং কথা শেষ করার পর আব্বুর কাছে আবার ও দিতে বলছি।তারপর আমি আব্বু কে এই বিষয়ে আবার বলছি যে অ্যাকাউন্ট এর সম্পূর্ণ টাকা আমি ধার হিসেবে নিলাম। আব্বু বলছে ঠিক আছে। আমি তো আব্বুর কাছে একবার বলছি যে আপনি আমাকে যেই টাকা দিয়েছেন তা আমি আপনার থেকে ধার হিসেবে নিলাম , এইটা ঠিক আছে (অবশ্য আমার মনের নিয়ত ছিল আব্বু কে স্পষ্ট টাকার পরিমাণ এর কথা না বলা, কারণ আমি আব্বু কে না জানিয়ে অনেক টাকা খরচ করে ফেলেছি) কিন্তু পরবর্তীতে আমি বলছি যে অ্যাকাউন্ট এর সম্পূর্ণ টাকা ধার হিসেবে নিলাম,এটাই তো সমস্যা।কারণ ব্যাংক অ্যাকাউন্ট এ আছে ৪৫০০০ হাজার টাকা কিন্তু আব্বু তো জানে ৯০০০০ টাকা আছে। আপনি তো বলছেন ধার নেয়ার ক্ষেত্রে এভাবে অস্পষ্টতা রাখবেননা, কিন্তু আমি প্রথমে আমাকে আব্বু যেই টাকা দিছে তা ধার হিসেবে নেয়ার কথা বললেও আমি পরে আবার বলছি অ্যাকাউন্ট এর সম্পূর্ণ টাকা ধার হিসেবে নিলাম। আপনার কথা মতো প্রথম বার আমার ধার নেয়া ঠিক থাকলেও , ২য় বারে আমি যেই কথা বলছি সেই কথায় তো অস্পষ্টতা থেকে গেলো কারণ আব্বু জানে না আমি ৪৫০০০ টাকা খরচ করেছি। এখন যদি আমি এই টাকা দিয়ে সফটওয়্যার এর সাবস্ক্রিপশন কিনে সেই সফটওয়্যার দিয়ে ডিজাইন করি ও এই ডিজাইন টিশার্ট বা অন্য কোনো পণ্যের উপরে সফটওয়্যারের মাধ্যমে বসাই এবং এই টাকা দিয়ে ফেইসবুকে বিজ্ঞাপন দেই ও সেই বিজ্ঞাপন এর মাধ্যেমে কাস্টমার এর কাছে এই ডিজাইন টিশার্ট বা অন্য কোনো পণ্যের উপরে বসিয়ে প্রিন্ট করে বিক্রি করে ইনকাম করি, তাহলে কি আমার ইনকাম হারাম হবে? (বি:দ্রঃ দুইবার আব্বু কে বলছি ধার নেয়ার কথা, আরেকবার কিভাবে বলবো, আর আরেকবার যদি আব্বু কে বলি এই কথা তাহলে সন্দেহ করতে পারে, অ্যাকাউন্ট এর টাকা চেক করতে পারে, তখন তো আরো সমস্যা হবে।)
২. আমি যখন আব্বু কে বলছি যে আপনি আমাকে যেই টাকা দিয়েছিলেন তা আমি ধার হিসেবে নিলাম, তখন আব্বু বলছে ধার হিসেবে নিলি ঠিক আছে কিন্তু কি করবি এই টাকা দিয়ে , তখন আমি বলছি আমার ইন্টার পরীক্ষা পযন্ত এই টাকা দিয়ে চলবো তারপর পরীক্ষার পর কিছু একটা করার চেষ্টা করবো, তারপর আমি এই টাকা শোধ করে দিবো ইনশাআল্লাহ। এখন যদি আমি এই টাকা দিয়ে সফটওয়্যার এর সাবস্ক্রিপশন কিনে সেই সফটওয়্যার দিয়ে ডিজাইন করি ও এই ডিজাইন টিশার্ট বা অন্য কোনো পণ্যের উপরে সফটওয়্যারের মাধ্যমে বসাই এবং এই টাকা দিয়ে ফেইসবুকে বিজ্ঞাপন দেই ও সেই বিজ্ঞাপন এর মাধ্যেমে কাস্টমার এর কাছে এই ডিজাইন টিশার্ট বা অন্য কোনো পণ্যের উপরে বসিয়ে প্রিন্ট করে বিক্রি করে ইনকাম করি, তাহলে কি আমার ইনকাম হারাম হবে? ( আব্বু কে তো বলি নাই আমি এই টাকা দিয়ে ব্যবসা করবো)
৩. আমি আব্বু কে বলছি আপনি আমাকে মোবাইল, কম্পিউটার এবং ইনকাম করা যায় এমন যা কিছু আমাকে কিনে দিছেন এইগুলা সব কিছু ধার আমি হিসেবে নিলাম, আমি পরবর্তীতে এইগুলো ফেরত দিয়ে দিবো ইনশাআল্লাহ। এখন কি আমাকে এই মোবাইল কম্পিউটার এই ফেরত দিয়ে হবে নাকি নতুন মোবাইল কম্পিউটার কিনে দিলে হবে?
আর আব্বু যদি বলে এইগুলা লাগবে না বা আমি আব্বুর থেকে বলে দাবি ছাড়াই, তাহলে কি আমি দায়মুক্ত? (৩.২) কারণ আব্বুর তো কম্পিউটার লাগবে না, আবার ছোট ছোট অনেক কিছুই তো আব্বু আমাকে দিছে তা আমার মনে ও নাই।
আব্বু কে যদি এইগুলার পরিবর্তে আমি টাকা দেই এবং আব্বু রাজি হয় তাহলে কি আমি দায়মুক্ত(৩.৩)
৪. আপনি বলেছেন আমি যতটাকা আব্বুর থেকে নিয়ে খাবো সেই পরিমাণ টাকা পরবর্তীতে আনুমানিক একটি হিসেব করে আমাকে গরিব মিসকিনকে দান করে দিতে হবে। কিন্তু আমি তো আব্বুর থেকে টাকা ধার নিছি। এখন তো আমার কাছে ৪৫০০০ টাকা আছে, এখন কি এই ৪৫০০০ টাকা থেকেই আমার জীবনধারণ করা লাগবে নাকি এই টাকা দিয়ে আমি ব্যবসা করবো এবং আব্বুর থেকে টাকা নিয়ে জীবনধারণ করলেই হবে?
৫. আব্বু আমাকে এই মাসে খাওয়ায় জন্য এবং পকেট খরচ এর জন্য টাকা দিয়েছে। কিন্তু আমার কাছে তো ৪৫০০০ টাকা আছে। এখন যদি আমার কাছে ৪৫০০০ টাকা থাকা সত্ত্বেও আব্বুর টাকা দিয়ে এই মাস জীবন ধারণ করি এবং ইনকাম করার পর আব্বু কে আসতে আসতে শোধ করে দেই, তাহলে কি কোনো সমস্যা হবে ইসলামিক দিষ্টিতে?
৬. এখন যদি আমার কাছে ৪৫০০০ টাকা থাকা সত্ত্বেও আব্বুর টাকা দিয়ে এই মাস জীবন ধারণ করি এবং ধার নেয়া টাকা দিয়ে ব্যবসা করে ইনকাম করি তাহলে কি আমার ইনকাম হারাম হয়ে যাবে? (বি:দ্রঃ ইনকাম করার পর আব্বু কে আসতে আসতে শোধ করে দিবো ইনশাআল্লাহ)