আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তায।
১,শুকানোর /চিকন হওয়ার জন্য কোনো দুয়া বা আমল আছে কি?
২,স্বপ্নে যদি দেখি কেউ ডিভোর্স দিচ্ছে কি হয়? আমি অবিবাহিত।
৩,শিক্ষা প্রতিষ্ঠান, পাব্লিক প্লেইস থেকে না বলে গাছ,বিজ, ডাল আনা যাবে কি?
৪,ফ্যামিলির সবাই ব্যাংক কারবারের সাথে জড়িত (লোন,ডিপিএস, সেভিংস) অবিবাহিত হওয়ার কারনে বাধ্য হয়ে তাদের দেওয়া জিনিস নেই,খাই নিজের মনের মধ্যে সংশয় কাজ করে।আমি কি গুনাহগার হচ্ছি? এজন্যই কি আমার দুয়া কবুল হচ্ছেনা? বিয়ের জন্যে আমল করছি,দোয়া করছি ।
৫,লন্ডন যাওয়া কি গুনাহের? যদি সেখানে সেটেল হওয়াও কি গুনাহের? দেশের অর্থনৈতিক অবস্থায় সবাই বাইরে যাচ্ছে।
দয়া করে শুকানোর কোনো আমল থাকলে জানাবেন উস্তায।অনেক কিছু করেছি কাজ হয়নি।
জাযাকাল্লাহ খাইরান