আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
153 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
১। যেকোন বিষয়ে অনুমান ( Guessing ) করে কথা বলা কি কবিরা গুনাহ নাকি এটা কুফর বা শিরক এর মধ্যে পরবে ?যেমন কোন বিষয় কাজ সময় কোন কিছু নিয়ে অনুমান করা বা কোন মানুষের বিষয়ে বা কিছু ধরনের খেলা রয়েছে যেগুলাতে অনুমান করতে হয়ে যে কোন দল জিতবে বা কোন দল হারবে ?

২। দোয়া আর তওবা করার পর মনে কি এরকম দৃঢ় বিশ্বাস রাখব যে আমার  দোয়া আর তওবা শতভাগ কবুল হয়েছে নাকি অন্য ভাবে বিশ্বাস রাখব কারন মাঝে মাঝে সন্দেহ ধুকে যায় যে এটা আমার কবুল হচ্ছে নাকি ? কারন আমি তো জানিনা যে আমার দোয়া বা তওবা কবুল হচ্ছে কি না ?

৩। যেকন ইবাদত আর আমল যেমন নামাজ, রোজা ইত্যাদি করার পর মনে কিরকম বিশ্বাস রাখা উচিত যে আমার এই ইবাদাত কবুল হচ্ছে কি হচ্ছে না কারন আমি তো দেখতে বা বুজতে পাচ্ছিনা যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না এই বিষয়ে তো আল্লাহ ভাল জানেন ?

৪। টস ( Toss ) করা কি জায়েজ নাকি এটা হারাম এটা করার দ্বারা কি ঈমান এর কোন সমস্যা হবে কি? আমরা বিভিন্ন কাজে বা কোন সিদ্ধান্ত  নিতে কয়েন দিয়ে বা অন্য কোন বস্তু দিয়ে টস করি ? যেমনঃ কয়েন দিয়ে টস করার সময় জুদি সামনের দিতে পড়ে তাহলে সে অন্য কাজ করবে আর জুদি পিছনের দিকে কয়েন পড়ে তাহলে আমি আরেকটা কাজ করব বা কোন বস্তু হলে যেমন একটা লাল ও নীল কালার এর  কাগজ দিয়ে টস করে লাল কালার পড়লে  সে অন্য কাজ করবে আর টস করে নীল কালার পড়লে আমি আরেকটা কাজ করব

1 Answer

0 votes
by (712,400 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ
মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।( সূরা হুজুরাত-১২)

তাফসীরে জালালাইনে উক্ত আয়াতের ব্যখ্যায় বলা হয়,
{يأيها الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنّ إنَّ بَعْض الظَّنّ إثْم} أَيْ مُؤْثِم وَهُوَ كَثِير كَظَنِّ السَّوْء بِأَهْلِ الْخَيْر مِنْ الْمُؤْمِنِينَ وَهُمْ كَثِير بِخِلَافِهِ بِالْفُسَّاقِ مِنْهُمْ فَلَا إثْم فِيهِ فِي نَحْو مَا يَظْهَر مِنْهُمْ
মু'মিনদের নিয়ে মন্দ ধারণা গোনাহ।তবে ফাসিকদের সম্পর্কে মন্দ ধারণা গোনাহ নয়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/44503

(২)
দু'আ পূর্বে ও পরে এই বিশ্বাস রাখতে হবে যে, অবশ্যই আমার তাওবাহ কবুল হবে ও হয়েছে। এবং সেই আলোকে নিজেকে গোনাহ থেকে দূরে সরিয়ে রাখতে হবে।

(৩)
আমার ইবাদত কবুল হবে, সেই বিশ্বাস রাখতে হবে।

(৪)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1505


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (712,400 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...