আসসালামু আলাইকুম।
হুজুর,
আমি ভিষনভাবে তালাকের ওয়াসওয়াসা গ্রস্ত। প্রায় সবসময় তালাক,তালাক মনের ভিতর চলতে থাকে। ওয়াইফ এর সাথে সাধারন কথাবার্তা বলছি তবুও মনের ভিতর তালাক শব্দ চলে আসছে। আমার মনে হয় কেউ যেন ফোর্স করছে শব্দটি বলার জন্য। স্বাভাবিক অবস্থায় তালাক দেবার কোন নিয়ত আমার নাই। আজ সকালে ও মনে হলো উচ্চারণ করে ফেললাম। যে কোন কথা বললে ও মনের ভিতর তালাক শব্দ চলে আসছে। কথা বলার সময় আগে থেকে ভেবে তারপর কথা বলতে হচ্ছে। কেনায়া শব্দ হয়ে যাবে বিধায় মনের ভিতর ভয় কাজ করে সবসময়। দিনের ভিতর যে কতবার তালাক শব্দ মনের ভিতর আসে তার কোন হিসাব নেই।আমি যেটা চাইনা সেটাও মনে চলে আসছে। তালাক দিতে চাইনা তারপরেও মনে চলে আসছে তালাক দিয়ে দেবো। আগে আমার কোন কথায় তালাক হয়ে গেছে কিনা সেসব চিন্তা ও মাথায় ঘুরপাক খাচ্ছে। হায় তুললে মনে হচ্ছে উচ্চারন করে ফেললাম। খাবারের সময় এই সমস্যা বেশি হচ্ছে।আসলেই কি উচ্চারন করলাম এই নিয়েও সন্দিহান হয়ে যাচ্ছি। উচ্চারন না করেও মনে হয় যে উচ্চারন করলাম। বুঝে উঠতে পারি না। যখনি মনে হয় উচ্চারন করলাম তখনি মনে চলে আসে "তালাক দিলাম"। আর সেজন্য আমি আমার নিয়ত নিয়ে কনফিউশনে পড়ে যায়। বাস্তবিকভাবে তালাক দেবার কোন নিয়ত নাই। আমি যখন একা থাকি তখন এই সমস্যাগুলি বেশি হয়। কি যে মানসিক পেরেশানিতে আছি তা বুঝানো সম্ভব না হুজুর। মানসিক ডাক্তার এর সাথে পরামর্শ করছি। ডাক্তার বললো আমার ocd বা চিন্তার বাতিকগ্রস্ত রোগ আছে। ঔষধ চলছে আজ ৬ দিন। কিন্তুু কোন কাজ হচ্ছে না। আমি এই মানসিক সমস্যা থেকে বের হতে পারছি না।আশা করি আমার সমস্যাগুলি বুঝবেন হুজুর।
(1) ওয়াইফ সকালে অনেক সময় ধরে ফোন টিপছিল। তাই আমি বললামঃ কি শুরু করলে সকাল থেকে? এটা কি কেনায়া শব্দ?
(2) তালাক, তালাক যেহেতু সবসময় মনের ভিতর চলতে থাকে তাই আমার মুখ দিয়ে কোন সময় যদি কেনায়া শব্দ বের হয়ে যায় এবং মনে তালাক শব্দ চলে আসে তাহলে কি তালাক হয়ে যাবে হুজুর ?
(3) মাঝে মাঝে মনে হচ্ছে উচ্চারণ করে ফেলছি। যদি ও আমি স্পষ্টভাবে কানে শুনছি না। ওয়াসওয়াসার কারনে তখনি যদি মনে চলে আসে তালাক দিলাম তাহলে কি তালাক হবে?
(4) কোন সময় যদি আমার মুখ দিয়ে তালাক শব্দ উচ্চারন হয়ে যায়। এবং আমার যদি সত্যিকারের তালাক দেবার নিয়ত না থাকে তাহলে কি তালাক হয়ে যাবে ?
(5) তালাক মনে আসার পর আমি যদি আমার নিজের শরিলে তালাক শব্দটি হাতের আংগুল দিয়ে লেখার মত করে ফেলি তাহলে কি তালাক পতিত হবে?
(6) ওয়াইফকে বলছি ঃ সরো একটু। বলার পর মনে তালাক চলে আসছে।এতে কি তালাক হবে??আরেকদিন আমার ওয়াইফ গেটে উকি দিয়ে বাহিরে দেখছিল। তাই আমি রেগে গিয়ে বলেছিলাম "সরো এখান থেকে"।বলার পর আমি চেষ্টা করছিলাম যেন মনে তালাক চলে না আসে। কিন্তুু তবুও মনে চলে আসছিল "তালাক দিলাম"। এতে কি তালাক হবে??