ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কালেমায়ে শাহাদত অর্থ হচ্ছে, আল্লাহকে এক বলে সাক্ষ্য দেয়া এবং হযরত মুহাম্মদ সাঃ কে আল্লাহর নবী বলে সাক্ষ্য দেয়া। যেহেতু এই দুইটি বিষয় ঈমানের জন্য জরুরী, তাই ঈমান ইনয়নের জন্য কালিমায়ে শাহাদত পাঠ করা হয়ে থাকে। আর কালিমায়ে তাইয়্যিবাহ অর্থ হল, শুধুমাত্র আল্লাহকে এক বলে মানা তার সাথে অন্য কেউ শরীক নেই, সেই কথা ঘোষণা করা। তাই ঈমান আনয়নের জন্য কালিমায়ে তাইয়্যিবাহ পাঠ করা হয় না।
(১.১) তখন যদি কালিমা শাহাদাত না পড়ে কালিমা তায়্যিবা পড়া হয়, তাহলে কিন্তু হবে না।
(১.২) আর যদি কোনো কালিমাই না পড়া হয়,তবে মনে মনে আল্লাহকে বিশ্বাস করা হয়, তাহলে কিন্তু হবে না।কেননা ঈমান তিনটি জিনিষের নাম, অন্তর দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করা, মুখ দিয়ে প্রকাশ করা, আ'মলে প্রমাণিত করা।
(২)
বাংলাদেশ থেকে কিবলা দক্ষিণ দিকে বাকানো। তবে নামায পড়তে সোজা পশ্চিম দিকে দাড়াতে হবে। কেননা কিবলা যে দিকে অবস্থিত, সেই দিকের প্রতি মুখ করে নামায পড়তে নির্দেশ প্রদাণ করা হয়েছে।
(৩)
আপনি এগুলো অযথাই করছেন।প্রস্রাবের পর সাধারণ ঢেলা কুলুপ ব্যবহার করার পর পানি খরচ করে তারপর সামান্য পারি কাপড়ে ছিটিয়ে দিবেন।তাহলেই আপনি পবিত্র হয়ে যাবে।