বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(মহিলার সতরঃ)
মুখ,কব্জি পর্যন্ত হাত,টাখনু পর্যন্ত পা ব্যতীত আযাদ মহিলার সমস্ত অঙ্গই সতরের অন্তর্ভুক্ত।এবং মাথার চুলও সতরের অন্তর্ভুক্ত। (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৫৮)
এভাবে বর্ণিত রয়েছে,আল-মুগনি-৩/৭,আল-ইস্তেযকার-২/১৯৭,ফাতাওয়ায়ে ইসলামিয়্যাহ-১/৪২৭
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নামাযে চেহারা, কবজা পর্যন্ত দুনু হাত,এবং টাখনু পর্যন্ত দুনু পা খোলা রাখা যাবে।কেননা এগুলো মেয়েদের সতরের অন্তর্ভুক্ত না।চেহারা হল,একজন অন্যজনের সামনে দাড়ালে যতটুকু স্পষ্টভাবে দেখা যায়,সবটুকুই চেহারার অন্তর্ভুক্ত।সুতরাং মেয়েরা নামাযে থুতনির নিচ থেকে ঢেকে রাখলেই নামায হবে। থুতনির উপরে ঠোটের নিচে নেকাব বাধার কোনো প্রয়োজনিয়তা নাই।