আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
124 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (28 points)
reshown by
আসসালামুয়ালাইকুম

আমরা বিকালবেলা বাস্কেটবল খেলি যেখানে সেটার পেছনে একটা ড্রেন আছে। সেই ড্রেনে পানি সচ্ছে  এবং কোনো দূর্গন্ধ নেই অর্থাৎ দেখে মনে হয় না কোনো নাপাকি আছে। কিন্তু আমরা শিউর না ড্রেনটা কীসের।
এখান গতকাল ড্রেনে আমাদের বলটা পড়লে আমরা ওই বল দিয়ে খেলি। এরপর আজকে আবার ওই বলটা দিয়ে খেলেছি। কিন্তু আজকে ড্রেনে পড়ে নাই বল।
এখন ওই বলটায় কী নাপাকি লেগে থাকার সম্ভাবনা আছে? এবং ওই বল দিয়ে খেলার পর সালাত আদায় করলে কি সালাত হবে?

আরেকটা প্রশ্নঃ

ধরুন কারো এমন সময় নামাজ পড়ছে সে নাপাক কিন্তু সেই সময়ে নামাজ না পড়লে নামাজ কাজা হয়ে যাবে।  এই চিন্তা করে যদি কেউ নাপাক অবস্থায় নামাজ পড়ে নেয় তাহলে কী তার নামাজ হবে?

1 Answer

0 votes
by (64,650 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

সাধারণ পানি (পবিত্র পানি) যা তার সৃষ্টিগত মৌলিকতার উপর বজায় থাকে এবং তা না-পাক বস্তু থেকে মুক্ত। এটা ঐ সমস্ত পানি যা আকাশ থেকে বর্ষিত হয়। যেমন, বৃষ্টি কিংবা বরফ বা শিলা। অথবা ভূমি থেকে উদ্ভূত হয় যেমন সাগরের পানি, নদীর পানি, বৃষ্টির পানি, কূপের পানি।

আবু সাঈদ খুদরী রাদয়িাল্লাহু আনহু থেকে র্বণতি, তিনি বলনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে, আমরা বুযা‘আ কূপরে পানি দ্বারা অযু করতে পারবো কি? তা এমন কূপ যাতে অপবত্রি বস্তু নিক্ষেপ করা হয়। তখন তিনি বললেন:

الْـمَاءُ طَهُوْرٌ لاَ يُنَجِّسُهُ شَيْءٌ

পানি বলতেই তা পবত্রি ও এবং অন্যকে পবিত্রতাকারী। কোনো বস্তু একে অপবত্রি করতে পারে না” আবু দাউদ, হাদীস নং ৬৬

 

সমুদ্ররে পানি সর্ম্পকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

هُوَ الطَّهُوْرُمَاؤُهُ، الْحِلُّ مَيْتَتُهُ

সমূদ্রের পানি পবিত্র ও অন্যকে পবিত্রতাকারী এবং উহার মৃত হালাল” আবু দাউদ, হাদীস নং ৮৩

 

তবে কোনো নাপাক বস্তু র্কতৃক পানির রং, ঘ্রাণ ও স্বাদের কোনো একটির পরর্বিতন ঘটলে তা নাপাক বলে পরিগণিত হবে। এ ব্যাপারে আলেমদের কোনো দ্বিমত নেই।

হাদীসের আলোকে সাধারণ পানি বলতে এমন পানি বুঝায় যার গন্ধ, স্বাদ এবং রং স্বাভাবিক। ইবনে মাজা, হাদীস নং-৫২১

হুকুম- নিজে পবিত্র এবং অন্যকে পবিত্রতাকারী; এর দ্বারা নাজাসাত ও হাদাস উভয়েই দূর হবে।

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!

 

১. আপনার প্রশ্নের বিবরণ অনুযায়ী যতটুকু বুঝতে পারছি যে, ঐ ড্রেনের  পানি পাক ছিলো। কারণ, উক্ত পানির গন্ধ, স্বাদ এবং রং স্বাভাবিক ছিলো। ফলে তাতে বল পড়ার কারণে উক্ত বল নাপাক হয়নি।

২. না, উক্ত নামাজ হবে না। বরং পরে আবার কাযা করা লাগবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...