প্রিয় শায়েখ,
আসসালামু আলাইকুম।
১। চার রাকার ফরজ/তিন রাকাত ফরজ নামাজে ২ রাকাত পরার পর বসা থেকে উঠে সুরাহ ফাতেহা পরার পর বিসমিল্লাহিররাহমানিররাহিম বলে ফেলি, তারপর মনে হয় যে সুরাহ পরা লাগবে না এবং রুকু তে চলে যাই, সেক্ষেত্রে কি সহুহ সিজদা দিতে হবে?
২। বাথরুমের বেসিন এ ওজু করতে হয়, সেক্ষেত্রে বাথরুমে প্রবেশ এর দোয়া পড়ে বাথরুমে যাওয়ার পর মনে মনে বিসমিল্লাহ বলে ওজু শুরু করি, তারপর ওজু শেষে বের হওয়ার সময় 'গুফরানাকা' বলে বের হয়ে শাহাদাত পাঠ করি, এইটা কি ঠিক আছে, ঠিক না হলে কিভাবে করবো?