আসসালামু আলাইকুম, হুযুর আমি এটা বুঝতেছিনা না যে এটা গীবত হবে কিনা । আজকে আমি রাস্তা দিয়ে আসার সময় দেখি যে আমার এক চাচি ও আরেক মহিলা রাস্তার পাশে কথা বলতেছিল । আমার চাচী তার শাশুড়ির নামে কথা বলতেছিল । যদিও আমি বুঝতেছিনা যে কথা গীবত হবে কিনা । কথা ছিল "" ওনার শাশুড়ি নাকি ভাতের প্লেটে পানি দিয়ে দিছেন ' কেন পানি দিছিলো আমি সেটা ভালো ভাবে শুনিনাই , যত টুকু শুনছি যে ওনার ছোট ছেলে নাকি ভাত গুলো প্লেটে দিছিলো হাত না ধুয়ে । '' এটা অনি চাটগায়্যা ভাষায় বলে ছিল এবং রাগান্বিত অবস্থাও মনে হয় । আমি সেখানে ধারায় নাই কিন্তু এগুলো শুধু মাত্র চলমান অবস্থায় শুনতে পাচ্ছিলাম । আর মনে মনে ভাবতেছিলাম গীবত কিনা । আমার মনে এখন সন্দেহ যে গীবত কিনা এটা । একবার মনে হয় গীবত হবে না আবার মনে হয় গীবত হবে।
আমি যেহেতু শুনার জন্য দারায়ছিলাম না তাহলে কি আমার গুনাহ হবে । আর অনি নাম ধরে বলে নাই যে আমার শাশুড়ি এটা এটা করছে । আমি ওনার কথা শুনে বুঝে নিচ্ছিলাম ।