স্বামী যদি তার স্ত্রীকে বলে-
তুমি আমাকে চেননা। আমি এমন কথা বলবো যে তুমি যদি এটা করো তাহলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।তার মানে অরজিনালি এটা না এটা তোমাকে ভয় প্রদানের জন্য বলি। যাতে তুমি...(মনে নেই)।তোমাকে পরিত্যাগ করার কোনো কল্পনা আমার নাই।আমি তোমাকে রাগ হয়ে বলবো তুমি এই জিনিস টা করবা কি করবানা বলো যদি না করো ক্ষতি করে দেব বা ক্ষতি হয়ে যাবে।আমি এমন ভাব করবো যে তুমি যদি এই কাজ টা না করো তাহলে এখনি তোমায় তালাক ।এটা শুধুই তোমাকে ভয় দেখানোর জন্য বলি যাতে তুমি ঐকাজ টা না কর।
১."আমি এমন কথা বলবো যে তুমি যদি এটা করো তাহলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।তার মানে অরজিনালি এটা না এটা তোমাকে ভয় প্রদানের জন্য বলি" ও "আমি এমন ভাব করবো যে তুমি যদি এই কাজ টা না করো তাহলে এখনি তোমায় তালাক ।এটা শুধুই তোমাকে ভয় দেখানোর জন্য বলি যাতে তুমি ঐকাজ টা না কর"
১.এ ২ টা বাক্য দ্বারা কেনো শর্তযুক্ত তালাক হবে কিনা?? বা সরাসরি তালাক পতিত হবে কিনা??
২.স্বামী যদি স্ত্রীকে বলে যদি তুমি দ্বীন থেকে দূরে সরে যাও তাহলে সম্পর্ক ছিন্ন করে ফে...পর্যন্ত স্ত্রী শুনছে সম্পুর্ণ স্পষ্ট শুনতে পায়নি ফোনে আর স্বামীকে জিজ্ঞেস ও করেনি এখন কি বলছে স্ত্রী দ্বিধায় পড়ে গেছে আবার স্ত্রীর সন্দেহ হচ্ছে যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এটা বলছে কিনা তখন। তবে ১ম বাক্যটার (সম্পর্ক ছিন্ন করে ফে...পর্যন্ত) দিকে স্ত্রীর মন একটু বেশি সায় দিচ্ছে ।এমতাবস্থায় স্বামী ও হয়তো শিওর বলতে পারবে না এতদিন পর।এখন স্ত্রী কি এটাকে শর্তযুক্ত তালাক ধরে নিবে??
৩.স্বামী যদি তার স্ত্রীকে কোনো মজলিসে বলে "যদি তুমি দ্বীন থেকে দূরে সরে যাও তাহলে আমি ও তোমার কাছ থেকে দূরে সরে যাবো " একথা দ্বারা কি উক্ত মজলিস তালাকের মজলিস হবে??