আসসালমুআলাইকুম শায়েখ:--------
১@ মনে মনে তালাক উচ্চরণ করলে নিজের কানে শুনতে হবে কিন্তু মনে মনে তালাক উচ্চরণ করলে তো সাধারণভাবে মাথায় চলে যায় মনে হলো শুনতে পেয়েছি। ( অনুরোধ করছে বুঝিয়ে বলবেন উচ্চারণ সম্পর্ক বিষয় টা।
২@ আমি ওয়াসওয়াসা রুগী , সুস্থ হবার জন্য ঘুমের ওষধ খাই , আনমনা হয়ে যখন তখন যা টা বলি , কিন্তু কাল থেকে মনে মনে উচ্চারণ হচ্ছিল তালাকে মলাজ্জা। আমার আখন গোসল করতে গিয়ে মনে মনে বলছি " আমি আমার নিজের নফসে তালাক, বা স্ত্রীর )
এই কথা মনে বলেছি দিয়ে ভাবছি উচ্চরণ হলো নাকি আমি গোসল করছিলাম মুখ হাঁ বা খোলা অবস্থায় ছিল জিব নরেছি কিনা সেটা বোঝার জন্য অন্য কথা বলে দেখলাম । হুজুর বুঝতে পারছিনা । আমার কোনো উদ্দেশ্য ই ছিল না , হটাৎ মুখে বা মনে চলে আসে , বেশির ভাগ ক্ষেত্রে মনে এবং হালহা মুখে। ( মনে মনে বললে তো মাথায় চলেযায় শুনতে পাওয়া বিষয় বুঝতে পারিনি।) কথা বলার সময় যোদি কি বললো সেটা স্পষ্ট শুনতে পেলনা শুধু বাতাস এর মত শব্দ হলো মুখে তাহলে কি হবে? একটু বুঝিয়ে বলেন
মুখে উচ্চারণ হয়ে গেলে নিয়ত নেই আমি বুঝতে পারছি না কেমন উচ্চারণ এর কথা বলেছেন কিন্তু নিয়ত বা উদ্দেশ্য ছিল না।
*******ওয়াসওয়াসা র জন্য যদি এমন ছোট ছোট কথা বিনা উদ্দেশ্যে উচ্চারণ হয় তালাক হবে?
৩@ কোনো ছেলে যদি বলে আমি আমার নিজের নফসে তালাক দিলাম এই কথার মানে কি বোঝাই। ( Bisoy টা জানার জন্য বললাম।)
৪. হুজুর আমি কিছু খাচ্ছি, সে ক্ষেত্রে আমার ঠোঁট এবং জিহবা নড়বে সাভাবিক। সেই সময় যদি তালাক এর কথা মনে পড়ে বা মনে ওই টা বার বার বিরক্ত করে তাহলে কি তালাক হবে?
দয়া করে ৪ টি প্রশ্নের জবাব দিবেন,,,,
*********ভীষণ চিন্তিত শায়েখ সাহেব, উক্ত বিবরণে কি আমার তালাক হবে শায়েখ। দয়া করে একটু দেখবেন। খুব ভালোবাসি আমি আমর স্ত্রী কে। ওয়াসওয়াসা এর জন্য এমন হচ্ছে।