হুজুর এক জায়গায় এটি দেখলাম। বৃষ্টির_কারনে_রাস্তায়_জমে_থাকা_কাঁদা_ও_পানির
#উত্তরঃ
بسم الله الرحمن الرحيم
বৃষ্টির কারনে রাস্তায় জমে থাকা কাঁদা ও পানি পাক৷ তা শরীর বা কাপড়ে লাগলে ধৌত করা ব্যতীতই নামায আদায় করা জায়েয হবে৷ কেননা তা থেকে বেঁচে থাকা সম্ভব নয়! তবে ধৌত করে নেওয়া উত্তম৷ কিন্তু কাঁদা বা পানিতে যদি স্পষ্ট নাপাকি থাকে বা নাপাক জায়গায় পানি জমে থাকে, তাহলে তা ধৌত করা ব্যতীত নামায আদায় করা জায়েয হবেনা৷
আর তিনটি শর্তে রাস্তার কাঁদা বা পানি শরীর বা কাপড়ে লাগলে তা মাফঃ
১৷ কাঁদা বা পানিতে নাপাকির পরিমাণ সমান বা বেশী না হলে৷
২৷ কাঁদা বা পানি ব্যতীত শুধু নাপাকি শরীর বা কাপড়ে না লাগলে৷
৩৷ কাঁদা বা পানি জমে থাকা রাস্তা ব্যতীত অন্য কোন রাস্তা চলাচলের জন্য না থাকলে৷
ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ
#প্রমান্যগন্থাবলীঃ
ফতোয়ায়ে শামী ১/৫৩০ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে মাহমুদিয়া ৫/২২৮ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে কাসেমীয়া ১/৯৫ পৃষ্ঠা৷
আহসানুল ফতোয়া ২/৮৩ পৃষ্ঠা৷
বেহেশতী গাওহার ১১/১৫ পৃষ্ঠা৷
মাউসুআতুল ফিকহিয়্যা ৪০/১১৫ পৃষ্ঠা৷
আল-ফিকহুল ইসলামী ১/২৭৭ পৃষ্ঠা৷
#উত্তর_লিখনেঃ
মুফতী তাহমীদ শামী
আত তাহমীদ ইসলামীক রিসার্চ সেন্টার বাংলাদেশ
অার একটি ওয়েবসাইটে একটি উওরের লিংক
https://ahlehaqmedia.com/8182-2/
এখন অামার ৩ নাম্বার পয়েন্টের ( কাঁদা বা পানি জমে থাকা রাস্তা ব্যতীত অন্য কোন রাস্তা চলাচলের জন্য না থাকলে৷) ও উপরে ওয়েবসাইটে লিংক এর ভিওিতে অামার প্রশ্ন
১
বৃষ্টির সময় সেই রাস্তা ব্যাতিত অন্য রাস্তা থাকলেও তা দিয়ে গেলে যদি ৫-৭ মিনিট বেশি লাগবে তখনও এই রাস্তা দিয়ে গেলে কি পানি নাপাক ধরব নাকি পাক
অার যদি অারও বেশি সময় লাগে তখন কি করব
২
দেখা যায় ড্রেন উপচে যে পানি রাস্তায় উঠে।তারপর নেমে যায় কিন্তু রাস্তা কাদা কাদা হয়ে থাকে অার রাস্তার নিচু স্থানে হালকা সেই পানি থাকে যাতে স্পষ্ট নাপাকি দেখা যায় না কিন্তু পানির রং ত কাদা মিশ্রিত অনেক সময় কালো দেখা যায়। সে সময় অামারদের মত জোয়ান বা অনেকেই ঘুরতে বের হয় তখন যদি পানির ছিটা ও কাদা লাগে তা অামাদের মত জোয়ান ছেলেদের যারা ঘুরতে বের হই তাদের ক্ষেএে কি পাক ধরব নাকি নাপাক
৩
বৃষ্টি ছাড়াও রাস্তায় বিভিন্ন কারণে পানি দেখা যায় অার মাঝে মাঝে হালকা কাদা থাকে। হয়ত তা অাশেপাশের বাড়ির পানি বা অন্য কোন ভাবে অাসা পানিও হতে পারে তা পাক নাকি নাপাক জানি না। অামরা যারা বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করি তাদের ক্ষেএে এই পানি কি পাক নাকি নাপাক ধরব
৪
বৃষ্টির পানি বৃষ্টির সময় বাসার অাশে পাশে পানি জমে। অাবার সেই পানি গুলো র সাথে ড্রেনের পানির(সাধারণত ড্রেনের পানি নাপাক হওয়ার কথা) মিশ্রণ হয় কিন্তু পানিতে স্পষ্ট নাপাকি দেখা যায় না অার বাসার সামনে জমা পানি হওয়ায় পানির রং সাধারণ পানির মত সেই পানি গুলো কি ধরব। ( অপ্রয়োজন ও প্রয়োজন দুই ক্ষেএে বের হওয়ার সময় কি পাক ধরব)