আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তায,আমার নতুন বিয়ে হয়েছে আল হামদুলিল্লাহ। বিয়ের পরে আমি আগের মতো আমল করতে পারছি না।আমার ঈমানী শক্তি কমে গেছে।নামাজে বসলে খুজুখুশু আসে না।মনের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা চলে আসে।মাঝেমধ্যে এমন হয় নামাজ পড়তে পড়তে আমি ঘুমায় পড়ি,জায়নামাজে বসে ঝিমায়,আমি কি করবো উস্তায, কি করলে আমি আমার দ্বীনকে মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকতে পারবো।আমাকে দয়া করে উপায়গুলো বলো দিন উস্তাদ।আমি দিশেহারা হয়ে যাচ্ছি। শয়তানের কাছে আমি বারবার হেরে যাচ্ছি।বিভিন্ন ওয়াসওয়াসা চলে আসে আমার মধ্যে।ফজরের স্বলাতের পরে আমি কুরআন পড়তে পারি না,এতো ঘুম চলে আসে কই থেকে জানি না।ঘুমে চোখ তুলো তাকাতে পারি না।ফজরের পরে কুরআন নিয়ে বসলে আমি কুরআনের সামনে ঝিমাই।আমাকে সাহায্য করুন উস্তাদ।আমাকে দয়া করে উপায় বলে দিন।আমার কি কি করা উচিত