ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি আপনার পরিবার এবং তার পরিবার বিয়েতে রাজি হয়,তাহলে এখনই বিয়ে করে নিন।সুন্নতি ত্বরিকায় মহরে ফাতেমি দ্বারা বিয়ে করে নিন। তারপর যখন সে ঋণ পরিশোধ করে ফেলবে, তখন ওয়ালিমা অনুষ্টান সে করবে। এটাই সর্বোত্তম রাস্তা।
যদি আপনাদের উভয়ের পরিবার এ সম্পর্কে রাজী না হয়, তাহলে রাজী করানোর আপ্রাণ চেষ্টা করবেন।যদি উভয় পরিবার শতচেষ্টার পরও রাজী না হয়, তাহলে এখনই আপনারা পৃথক হয়ে যান। তার সাথে আপনি আর কখনো কন্টাক্ট করবেন না। মন থেকে সবকিছু মুছে ফেলুন। এজন্য সে যদি নেশার দিকে অগ্রসর হয়, তাহলে এক্ষেত্রে আপনার কিছু যায় আসেনা। তার আখেরাতের হিসাব তাকেই দিতে হবে।আপনার টেনশন করার কোনো প্রয়োজনিয়তা নাই।
পরকালে আমাদের সবাইকে নিজ নিজ আ'মলের হিসাব নিকাশ দিতে হবে।কারো পাপের বোঝাকে অন্য কেউ বহন করবে না।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
(সূরা ফাতির-১৮)
আপনি অতীতের জন্য আল্লাহর কাছে তাওবাহ করুন।