আসসালামু আলাইকুম।
সফরে মাহরাম পুরুষ সাথে যাওয়া প্রয়োজন কিন্তু অবস্থান করার ক্ষেত্রে মাহরাম পুরুষ সাথে থাকা প্রয়োজন নয়।
কোনো মেয়ে যদি সফরের দুরত্বে মাহরামের সাথে যায়।তারপর মাহরাম পুরুষ তাকে সেখানে রেখে চলে আসে।মেয়েটি যে জায়গায় অবস্থান করছে,সেখান থেকে এরকম কাছাকাছি দুরত্বে কি সে মাহরাম ছাড়া যাতায়াত করতে পারবে,যে দুরত্ব সফরের দুরত্বের চেয়ে কম?
যেমন আমার বাবা আমাকে আমাদের বাসা থেকে সফরের দুরত্বে ঢাকায় এক মাহরাম আত্মীয়ের বাসায় রেখে আবার আমাদের বাসায় ফিরে আসলো।এখন ঢাকার সেই এলাকা থেকে ঢাকা ভার্সিটি বা পুরান ঢাকা পর্যন্ত দুরত্ব শরয়ী সফরের দুরত্বের চেয়ে কম,হলে আমি কি মাহরাম বা আমার বাবা ছাড়াই আমার মায়ের সাথে ওইটুকু দুরত্ব যাতায়াত করতে পারবো?এটা কি জায়েজ হবে?
আরেকটা প্রশ্ন হলো বাবার সাথে আমি যদি কোনো এমন আত্মীয়ের বাসায় যাই,যেখানে আমার অন‍্য কোনো মাহরাম পুরুষ নেই।নন মাহরাম আর তার স্ত্রী সন্তান থাকে।সেখানে কি বাবা আমাকে রেখে চলে আসলে সেখানে থাকা আমার জন‍্য জায়েজ হবে?অর্থাৎ এমন কোথাও থাকা যেখানে আমার সাথে মাহরাম পুরুষ নেই কিন্তু মহিলারা আছে।
জাযাকাল্লাহু খইরন