আমি অনেকসময় বিভিন্ন আরবি টার্ম নিত্যদিনকার আলাপের মধ্যে ব্যাবহার করি।
যেমনঃ
কেউ যদি কোনো স্টেটমেন্ট বলে, যেটা একজন মিথ্যুক বা বাটপারের কাছ থেকে উদ্ধৃত, তখন আমি বলি, "এই কথাটার সনদ যঈফ"
আবার বাবা একটা কম্পিউটার টেবিল নিচে ফেলায়ে রাখসে, যার লাগবে সে যাতে নিয়ে যেতে পারে, তা আমি তখন বললাম, "কম্পিউটার টেবিল কি বিক্রি করবা, নাকি ফি সাবিলিল্লাহ?"
আমার ভয় হচ্ছে, এসব কথা বলে কি আমি ইসলামের চিহ্নগুলোকে অপমান করলাম, যার মাধ্যমে আমার দ্বারা কুফর হয়ে গেল?