আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
132 views
in সালাত(Prayer) by (21 points)
আসসালামু আলাইকুম,
কসর সালাত সম্পর্কে আমার কিছু জিজ্ঞাসা আছে।

আমি একটা জরুরি কাজে জুময়ার দিন ৯০ কিমি এর অধিক দূরত্বের একটি স্থানে যাই৷ সেখানে আমার ১৫ এর দিনের চেয়ে কম সময় থাকার নিয়ত ছিল। কিন্তু কাজ আগেই শেষ হলে আমি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিই, সেটাও আমার বাসা থেকে ১০০ কিমি এর অধিক দূরত্বে। আর শ্বশুরবাড়িতে আমি সপ্তাখানেক থাকার নিয়ত করি। এখন আমার প্রশ্ন হলো-

১. জুময়ার দিন সফরে থাকার কারণে জুমার সালাত ছুটে গেলে কি গুনাহ হবে?

২. জুময়ার সালাত ছুটে গেলে কি করব?

৩. আমি শ্বশুরবাড়িতে ১৫ দিনের কম সময় থাকলে কি কসর সালাত আদায় করব নাকি সম্পূর্ণ সালাত?

৪. আমার বাবার বাড়িও ৭৮ কিমি এর বেশি দূরে। তাহলে আমার বাবার বাড়িতে আমি কসর আদায় করব নাকি পূর্ণ সালাত?

৫. আমার স্ত্রী তার বাবার বাড়ি এবং আমার বাবার বাড়ি (স্ত্রীর শ্বশুরবাড়ি) এই দুই জায়গায় কি সালাত আদায় করবে- কসর না পূর্ণাঙ্গ সালাত?

1 Answer

0 votes
by (678,880 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
মুসাফিরের উপর জুম'আর নামাজ ওয়াজিব নয়।
,
হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَعَلَيْهِ الْجُمُعَةُ يَوْمَ الْجُمُعَةِ إِلَّا مَرِيض أَو مُسَافر أَوْ صَبِيٌّ أَوْ مَمْلُوكٌ فَمَنِ اسْتَغْنَى بِلَهْوٍ أَوْ تِجَارَةٍ اسْتَغْنَى اللَّهُ عَنْهُ وَاللَّهُ غَنِيٌّ حميد»

জাবির (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ তা‘আলার ওপর ও আখিরাতের ওপর ঈমান রাখে, তার জন্য জুমু‘আর দিনে জুমু‘আর সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা অবশ্য কর্তব্য। তবে অসুস্থ, মুসাফির, নারী, নাবালেগ ও গোলামের ওপর ফরয নয়। সুতরাং যারা খেল-তামাসা বা ব্যবসা-বাণিজ্য নিয়ে জুমু‘আর সালাত (সালাত/নামায/নামাজ) হতে উদাসীন থাকবে, আল্লাহ তা‘আলাও তার দিক থেকে বিমুখ থাকবেন। আর আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি সুউচ্চ, প্রশংসিত।

(দারাকুত্বনী ১৫৭৬, ইবনু আবী শায়বাহ্ ৫১৪৯, সুনানুল বায়হাক্বী আল কুবরা ৫৬৩৪, শু‘আবুল ঈমান ২৭৫৩,মিশকাত ১৩৮০।)

বিস্তারিত জানুনঃ- 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার গুনাহ হবেনা।
এক্ষেত্রে আপনি জোহরের নামাজ কসর করে পড়ে নিবেন।

(০২)
জোহরের নামাজ কসর করে পড়ে নিবে।

(০৩)
আপনার বাসা হতে শশুর বাড়ি ৭৮ কিলোমিটার বা বেশি দূরত্বে হলে আপনি সেখানে ১৫ দিনের কম থাকার নিয়ত করলে সেখানে গিয়ে কসর আদায় করবেন।

(০৪)
আপনার কি অন্যত্রে স্থায়ী নিবাস আছে?
যেখানে আপনি নিজ পরিবার নিয়ে সারাজীবন থাকার নিয়ত করেছেন,আর বাবার বাসায় বা সেই এলাকায় স্থায়ী ভাবে থাকবেননা বলে নিয়ত করেছেন?

যদি তাই হয়,তাহলে এক্ষেত্রে আপনার বাবার বাসা 
বাবার বাসা কি আপনার স্থায়ী বাসা হতে ৭৮ কিলোমিটার বা বেশি দূরত্বে হলে আপনি সেখানে ১৫ দিনের কম থাকার নিয়ত করলে সেখানে গিয়ে কসর আদায় করবেন।

আর যদি এমন নিয়ত না করেন,বরং বাবার বাসাকেই আপনি স্থায়ী বাসা হিসেবে ধরেন,পরবর্তীতে ফিরে এসে সেখানেই সারাজীবন স্ত্রী সন্তান নিয়ে থাকার নিয়ত আছে,এখম যেখানে আছেন,এটি কেবল সাময়িক সময়ের জন্য থাকার বাসা।
মূলত বাবার বাসায় আপনারা ফিরে যাবেন,
তাহলে এক্ষেত্রে বাবার বাসায় গিয়ে পূর্ণ নামাজই আদায় করতে হবে।
কসর করতে পারবেননা।

(০৫)
সে যদি আপনার বাসাকেই স্থায়ী বাসা হিসেবে নিয়ত করে,তাহলে নিজ বাবার বাসা তার স্থায়ী বাসা হতে ৭৮ কিলোমিটার বা বেশি দূরত্বে হলে আপনার স্ত্রী সেখানে ১৫ দিনের কম থাকার নিয়ত করলে সেখানে গিয়ে কসর আদায় করবে।

আপনার বাবার বাসায় গিয়ে সে কসর করবে কিনা,সেটি চার নং প্রশ্নের মতোই এখানেও জবাব হবে।

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 125 views
0 votes
1 answer 205 views
0 votes
1 answer 76 views
0 votes
1 answer 80 views
0 votes
1 answer 93 views
0 votes
1 answer 52 views
0 votes
1 answer 190 views
0 votes
1 answer 154 views
...