অাসসালামু অা'লাইকুম। অামি খুব পেরেশানিতে অাছি। দয়া করে উত্তর টি জানাবেন। অামার একটি বিড়াল অাছে। সে অতিশয় চঞ্চল। রান্নাঘরের সিংকে লাফ দিয়ে ওঠে জিনিস নষ্ট করে, ঘরের অন্যান্য জিনিসেও একি অবস্থা। জানালা বেয়ে সিলিং এ উঠে যায়। প্রতিবার তাকে নামিয়ে অানতে হয় কষ্ট করে কারন সে নামতে পারে না। সর্বক্ষণ পাহাড়া দিয়ে রাখতে হয়। তার এসব অত্যাচারে মাঝে মাঝে বিরক্ত হয়ে হাত দিয়ে অাচ্ছা মত থাপ্পড় লাগাই। সে কান্না করতে থাকে।অামার টেনশনের কারন হলো অামি এতে জুলুম কারি দের অন্তর্ভুক্ত হচ্ছি নাকি? পরে অবশ্য অাদর করে দিই। অাল্লাহর কাছেও মাফ চেয়ে নেই। কিন্তু এটা তো অাবার পুনরায় করছি! ধৈর্য রাখতে পারছি না! এটাকে কি জুলুম বলা হয়? অামার কি করা উচিত জানাবেন প্লিজ! জাজাকাল্লাহ
একজনের পক্ষ থেকে।