আসসালামু আলাইকুম,
যদি দায়িত্ব নেওয়ার কেঊ না থাকে,নিজের দেশে হালাল রিজিক, নিরাপত্তা, সম্মান না পেলে মাহরাম ছাড়া কি মেয়েরা বিদেশে পড়াশোনা ও চাকরি করতে পারবে?
নিয়ত থাকবে পড়াশোনা শেষে পর্যাপ্ত যোগ্যতা, দক্ষতা অর্জন, টাকা উপার্জন করে কোনো মুসলিম দেশে স্যাটেল হওয়া ইন শা আল্লাহ।
একজন অবিবাহিতা বোন (বিয়ের জন্য অনেক চেষ্টার পরেও বিয়ে হয়নি) ব্যাংকের হারাম চাকরি ছেড়ে দিয়ে বিদেশে চাকরির জন্য চেষ্টা করতে চান।তিনি কি
মাহরাম ছাড়া বিদেশে চাকরি /পড়াশোনা করতে যেতে পারবেন?
দয়া করে পরামর্শ দিয়ে সাহায্য করুন।
জাযাকুমুল্লাহু খাইরান।