আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ। শায়খ আপনি বলেছিলেন মেসেজে তালাক চাওয়ার উত্তরে কেনায়া শব্দ বললে তালাক হয়।একটু পর নিয়ত ছাড়া বললে হয় না।তহ স্ত্রী ধরেন স্বামীর কাছে তালাক চাইলো ঝগড়া দিয়ে কোন একটা বিষয়ে।এরপর স্বামী বলল ওইরকম বিষয় বা ঐভাবে বুঝাতে চায় নি স্বামী।স্ত্রী যদি এরপর বলে মা বাবার কাছে চাইলে এমন করত না।মা বাবার কথা শুনতাম বা ওনাদের পছন্দমত করতাম বিয়ে অনেক ভাল হত।স্বামী যদি এরপর রাগ করে বলে মা বাবার জন্য বেশি দরদ হয়ছে নাকি? যাও মা বাবার পছন্দ মত কর গা বিয়ে।এখানে কথাটা তহ ধরেন তালাক চাওয়ার উত্তরে বলে নি।মা বাবার কথাটা বলার পর স্বামীর হয়ত রাগ উঠেছে তাই বলেছে।এতে যদি পরে স্বামী বলে কোনদিন তালাকের নিয়তে কিছু বলে নি তাহলে কি তালাক হবে? স্বামী ধরেন তখন জানেই না কেনায়া তালাক কি নিয়ত ছাড়া এমনিতে রাগ করে বললে কি তালাক হবে? মা বাবার কথা ওঠা বলার পর? তালাক চাওয়ার পর হয়ত স্বামী বলেছে ওইরকম না ব্যাপারটা বা এমনিতে হেসেছে বা কিছু বলে নি।এরপর কথা ওইগুলো বলার পর তারপর স্বামী ওইরকম নিয়ত ছাড়া বললে কি সমস্যা হবে? মানে পরে কেনায়া তালাক সম্পর্কে জানার পর নিয়ত ছাড়া বলেছে বললে??
জানি না শায়খ আমার সাথে ঠিক কি রকম হয়েছিল মনে নেই।তাই আমি অন্য জনের দিকে ইন্গিত করে প্রশ্নটা করেছি।দয়া করে একটু বলবেন।এটা নিয়ে টেনশনে খুব।অন্যজনের দিকে ইন্গিত করে করেছি ওদের প্রশ্নের উত্তর না হলে টেনশন কমবে।