السلام عليكم ورحمة الله وبركته
আলহামদুলিল্লাহ
১)ফযরের ওয়াক্ত শুরু হওয়ার পর তাহিয়্যাতুল মাসজিদ এর নামাজ পড়া যাবে না, শুধুমাত্র সুন্নাত ২ রাকআত ছাড়া, এইটা কি সত্য?( ব্যখ্যা)
২) যেই নামাজের আগে সুন্নাত আছে যেমন যোহর এই সময় কি তাহিয়্যাতুল মাসজিদ এর সলাত পড়া লাগবে?(আগে কি তাহিয়্যাতুল মাসজিদ এর সলাত পড়ে তারপর সুন্নাত লাগবে নাকি শুধু সুন্নাত পড়লেই হবে)
৩)তাহিয়্যাতুল ওযু কি তাহিয়্যাতুল মাসজিদ এর সাথে একই নিয়তে পড়া যাবে?
৪) বিতির নামাজে কিরাতে সুরা ত্বীন তিলাওয়াত এর সময় اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ এইটুকু পড়ার পর ভুলবশত সুরা আসর এর
(اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ (وَتَوَاصَوْا بِالْحَقِّ ۙ এইটুকু পড়ে ফেলছি। এইটুকু পড়ার শেষে মনে পড়ার সাথে সাথে আবার " ইল্লাল্লাযিনা... " এইখান থেকে শুরু করে শেষ করছি। এতে নামাজের কি কোনো সমস্যা হবে?
৫)রাস্তায় চলাচলের সময় যদি আমলে থাকি বা কোন সুরা মনে মনে তিলাওয়াত করতে থাকি এমতাবস্থায় পাশে কোনো মুসলিম গিলে তাকে সালাম দিয়া উত্তম হবে নাকি, আমল চালিয়ে যাওয়া উত্তম হবে? /
* আর যদি এমতাবস্থায় আমাকে কেউ সালাম দেই তাহলে আমার উত্তর দেওয়া কি ওয়াজিব?
৬)রাস্তায় আমার সামনে যদি কোন গায়রে মাহারাম অসুস্থ হয়ে যায় তাহলে কি করব?
৭) পানি পান করার সুন্নাহ হচ্ছে ৩ নিশ্বাসে। এইখানে কি ৩ ঢোকের কথা বুঝাচ্ছে নাকি প্রতি নিশ্বাসে যেকোনো ঢোক?