ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলার বাণী-
وَقَالَ مُوسَىٰ رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَن سَبِيلِكَ ۖ رَبَّنَا اطْمِسْ عَلَىٰ أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَىٰ قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّىٰ يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ
মূসা বলল, হে আমার পরওয়ারদেগার, তুমি ফেরাউনকে এবং তার সর্দারদেরকে পার্থব জীবনের আড়ম্বর দান করেছ, এবং সম্পদ দান করেছ-হে আমার পরওয়ারদেগার, এ জন্যই যে তারা তোমার পথ থেকে বিপথগামী করব! হে আমার পরওয়ারদেগার, তাদের ধন-সম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তরগুলোকে কাঠোর করে দাও যাতে করে তারা ততক্ষণ পর্যন্ত ঈমান না আনে যতক্ষণ না বেদনাদায়ক আযাব প্রত্যক্ষ করে নেয়।
قَالَ قَدْ أُجِيبَت دَّعْوَتُكُمَا فَاسْتَقِيمَا وَلَا تَتَّبِعَانِّ سَبِيلَ الَّذِينَ لَا يَعْلَمُونَ
বললেন, তোমাদের দোয়া মঞ্জুর হয়েছে। অতএব তোমরা দুজন অটল থাকো এবং তাদের পথে চলো না যারা অজ্ঞ।(সূরা ইউনুস-৮৮-৮৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দেখুন, উপরে দুই আয়াত রয়েছে। সূরা ইউনুসের ৮৮ ও ৮৯ নং আয়াত। ৮৮ নং আয়াতে হযরত মুসা আঃ ফেরাউনের ধ্বংসের জন্য দু'আ করছেন। দেখেন, শুধুমাত্র দু'আ করছেন, মুসা আঃ। কিন্তু ৮৯ নং আয়াতে আল্লাহ বলছেন, হে মুসা! ও হারুন তোমাদের উভয়ের দু'আকে কবুল করা হয়েছে।
তাফসীরে মুয়াসসার গ্রন্থে বর্ণিত রয়েছে,
قال الله تعالى لهما: قد أجيبت دعوتكما في فرعون وملئه وأموالهم -وكان موسى يدعو، وهارون يؤمِّن على دعائه، فمن هنا نسبت الدعوة إلى الاثنين-
হযরত মুসা আঃ দু'আ করছিলেন, এবং হারুন আঃ আমীন বলেছিলেন, আল্লাহর উভয়কে সম্বোধন করে বলছেন, তোমাদের উভয়ের দু'আকে কবুল করা হয়েছে।
হ্যা, সম্মিলিত মুনাজাতের বিশেষ কোনো সময় নাই।যে এ এ সময় সম্মিলিত মুনাজাত করতেই হবে।এরকম কোনো নিয়ম শরীয়তে নাই।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/372
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনাদের বিবরণমত আপনার উক্ত দু'আ জায়েয।সম্মিলিত মুনাজাত জায়েয। হ্যা, এটাকে অত্যাবশ্যকীয় মনে করতে পারবেন না।