ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)যেহেতু আপনার মায়ের কাছে সবকিছু মিলিয়ে নেসাব পরিমাণ সম্পদ হয়ে যাবে।তথা ৫২.৫ ভড়ি রূপার সমমূল্যের সম্পদ হয়ে যাবে, তাই আপনার মায়ের উপর যাকাত চলে আসবে।কুরবানিও চলে আসবে। যেহেতু এগুলো কে আপনার মা ভাই বোনদের জন্য সংরক্ষণ করে রাখছেন, তাই তিনি এখনই তাদেরকে বন্টন করে দিবেন।তাহলে কারো উপরে আর যাকাত আসবে না।স্বর্ণ এবং নগদ টাকা, সবকিছুকেই বন্টন করে দিবেন।
(২)যেহেতু যুদ্ধের পর সরকার আপনাদেরকে দিয়ে দিছে, তাই আপনারা সেই জমিগুলো বিক্রি করতে পারবেন।
(৩)এই সার্চ করার জন্য কুফরি হবে না।
(৪)এইটা কুফরি স্লোগান।