আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
150 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
edited by

আসসালামু আলাইকুম।

আমি একজন লোগো ডিজাইনার। ধরুন আমি গত মাসে অনলাইনের মাধ্যমে হালাল ভাবে ৩ টা লোগো বিক্রি করে ৮০ হাজার টাকা আয় করেছি।

১ নং প্রশ্ন :  অনেক সময় দেখা যায় ডিপার্টমেন্টাল স্টোর এ কম্পানি থেকে লোক এসে দোকানদারকে বলে ২ ডরজন বিসকুট কিনলে সাথে ২ টা বিসকুট ফ্রি । এখন দোকানদার ২ ডরজন বিসকুট কিনলেই ২ টা বিসকুট ফ্রি পাবে না হলে পাবে না।

এখন আমার প্রশ্ন হচ্ছে ২ ডরজন বিসকুট কিনার পর ঐ ২ টা বিসকুট ফ্রি নেওয়া কি দোকানদারের জায়েজ হবে? এবং তা বিক্রি কের আয় করা কি হালাল হবে?

1 Answer

0 votes
by (586,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

আল্লাহ তা'আলা বলেন,
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।(সূরা দ্বোহা-১১)
নি'মাতকে প্রকাশ করার সাথে সাথে হিংসার ভয়ও চলে আসবে, সেজন্য হিংসা থেকে বাঁচতে রুকইয়া শরঈয়্যাহ করতে হবে।
আবদুল্লাহ্ ইবন খুবায়ব (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। 
عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ عَنْ أَبِيهِ قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَرِيقِ مَكَّةَ فَأَصَبْتُ خُلْوَةً مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَنَوْتُ مِنْهُ فَقَالَ قُلْ فَقُلْتُ مَا أَقُولُ قَالَ قُلْ قُلْتُ مَا أَقُولُ قَالَ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ حَتَّى خَتَمَهَا ثُمَّ قَالَ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ حَتَّى خَتَمَهَا ثُمَّ قَالَ مَا تَعَوَّذَ النَّاسُ بِأَفْضَلَ مِنْهُمَا
তিনি বলেন, আমি মক্কার পথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। একবার আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নির্জনে পেয়ে তাঁর নিকট গেলাম। তিনি বললেনঃ বল। আমি বললামঃ কি বলবো? তিনি বললেনঃ বল, আমি বললাম কি বলবো? তিনি বললেন, বল, কুল আউযু বিরাব্বিল ফালাক। তিনি তা শেষ করলেন। এরপর বললেনঃ বল, কুল আউযু বিরাব্বিন্নাস। এই সূরা শেষ করে তিনি বললেনঃ লোকেরা এ দু’টির চেয়ে উত্তম আশ্রয় গ্রহণ করতে পারে না।(সুনানে নাসাঈ-৫৪২৮)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নি'মাত কে সকল ক্ষেত্রে প্রকাশ না করাই উচিৎ। সকল ক্ষেত্রে প্রকাশ করলে হিংসার সম্মুখীন হতে হবে, সেজন্য উপরোক্ত আ'মলও করতে হবে। তবে কু-নজর লাগবে,এমনটা নিশ্চিত কোনো বিষয় নেই।

(২)
 কম্পানি যদি গ্রাহকের জন্য এ অফার দেয়, তাহলে ব্যবসায়ীর জন্য এগুলো রেখে বিক্রি করা কখনো জায়েয হবে না। কাকে অফার দিচ্ছে, সেটা কম্পানির লোকদেরকে জিজ্ঞেস করে নিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...