ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।(সূরা দ্বোহা-১১)
নি'মাতকে প্রকাশ করার সাথে সাথে হিংসার ভয়ও চলে আসবে, সেজন্য হিংসা থেকে বাঁচতে রুকইয়া শরঈয়্যাহ করতে হবে।
আবদুল্লাহ্ ইবন খুবায়ব (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন।
عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ عَنْ أَبِيهِ قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَرِيقِ مَكَّةَ فَأَصَبْتُ خُلْوَةً مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَنَوْتُ مِنْهُ فَقَالَ قُلْ فَقُلْتُ مَا أَقُولُ قَالَ قُلْ قُلْتُ مَا أَقُولُ قَالَ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ حَتَّى خَتَمَهَا ثُمَّ قَالَ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ حَتَّى خَتَمَهَا ثُمَّ قَالَ مَا تَعَوَّذَ النَّاسُ بِأَفْضَلَ مِنْهُمَا
তিনি বলেন, আমি মক্কার পথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। একবার আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নির্জনে পেয়ে তাঁর নিকট গেলাম। তিনি বললেনঃ বল। আমি বললামঃ কি বলবো? তিনি বললেনঃ বল, আমি বললাম কি বলবো? তিনি বললেন, বল, কুল আউযু বিরাব্বিল ফালাক। তিনি তা শেষ করলেন। এরপর বললেনঃ বল, কুল আউযু বিরাব্বিন্নাস। এই সূরা শেষ করে তিনি বললেনঃ লোকেরা এ দু’টির চেয়ে উত্তম আশ্রয় গ্রহণ করতে পারে না।(সুনানে নাসাঈ-৫৪২৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নি'মাত কে সকল ক্ষেত্রে প্রকাশ না করাই উচিৎ। সকল ক্ষেত্রে প্রকাশ করলে হিংসার সম্মুখীন হতে হবে, সেজন্য উপরোক্ত আ'মলও করতে হবে। তবে কু-নজর লাগবে,এমনটা নিশ্চিত কোনো বিষয় নেই।
(২)
কম্পানি যদি গ্রাহকের জন্য এ অফার দেয়, তাহলে ব্যবসায়ীর জন্য এগুলো রেখে বিক্রি করা কখনো জায়েয হবে না। কাকে অফার দিচ্ছে, সেটা কম্পানির লোকদেরকে জিজ্ঞেস করে নিতে হবে।