بسم الله
الرحمن الرحيم
জবাব,
তাশাহহুদে বসার সুন্নত পদ্ধতি। নামাযে ১ম ও শেষ বৈঠকে বাম পা বিছিয়ে তার উপর বসা ও ডান পা খাড়া রাখা সুন্নত। ডান পা বিছিয়ে দেওয়া ও
বাম পা খাড়া রাখার দলিল:
১. হযরত আয়েশা রা. বলেন,
كَانَ )رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-( يَقُولُ فِى كُلِّ رَكْعَتَيْنِ التَّحِيَّةَ وَكَانَ يَفْرِشُ رِجْلَهُ الْيُسْرَى وَيَنْصِبُ رِجْلَهُ الْيُمْنَى. أخرجه مسلم في باب صفة الصلاة (٤٩٨) وابن أبي شيبة، (٢٩٤٣)
অর্থ: তিনি ( রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম) প্রত্যেক দুই রাকাতে আত্তাহিয়্যাতু পড়তেন। এবং বাম পা বিছিয়ে দিতেন
ও ডান পা খাড়া রাখতেন। (মুসলিম শরীফ, হাদীস নং ৪৯৮; মুসান্নাফে ইবনে আবী শায়বা,
হাদীস নং ২৯৪৩;
আবু দাউদ তায়ালিসী,
হাদীস নং ১৬৫১,
আব্দুর রাযযাক,
হাদীস নং ৩০৫০;
মুসনাদে ইসহাক,
হাদীস নং ১৩৩১,
মুসনাদে আহমদ,
হাদীস নং ২৪০৩০,
ইবনে মাজাহ,হাদীস নং ৮৯৩; আবু দাউদ, হাদীস নং ৭৮৩; আবু আওয়ানা, হাদীস নং ২০০৪)
২: হযরত ওয়াইল ইবনে হুজর রা. বলেন,
قدمت المدينة قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم فلما جلس يعني للتشهد افترش رجله اليسرى ووضع يده اليسرى يعني على فخذه اليسرى ونصب رجله اليمنى. أخرجه الترمذي(٢٩٢ )وقال حسن صحيح وابن أبي شيبة، (٢٩٤٢).
অর্থ: আমি মদীনা আসলাম,
আর (মনে মনে) বললাম,
আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের নামায দেখবো। (তিনি বলেন), যখন তিনি বৈঠক করলেন,
অর্থাৎ তাশাহহুদের জন্য তখন তাঁর বাম
পা বিছিয়ে দিলেন, এবং তাঁর বাম হাত বাম উরুর উপর রাখলেন। আর ডান পা খাড়া রাখলেন। (তিরমিযী শরীফ,
হাদীস নং ২৯২;
তিনি বলেছেন,
এটি হাসান সহীহ। মুসান্নাফে ইবনে আবী
শায়বা, হাদীস নং ২৯৪২; নাসাঈ, হাদীস নং ১১৫৯; সুনানে দারিমী, ১/৩১৪, মুসনাদে আহমদ, ৪/৩১৮, তাহাবী ১/১৫২; বায়হাকী, ২/১৩২)
আরো বিস্তারিত জানতে ভিজিট করুন: https://ifatwa.info/8491/
حَدَّثَنَا إسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ ، عَنْ زُرْعَةَ بْنْ إِبْرَاهِيمَ ، عَن خَالِدِ بْنِ اللَّجْلاَجِ ، قَالَ : كُنَّ النِّسَاءُ يُؤْمَرْنَ أَنْ يَتَرَبَّعْنَ إذَا جَلَسْنَ فِي الصَّلاَةِ ، وَلاَ يَجْلِسْنَ جُلُوسَ الرِّجَالِ عَلَى أَوْرَاكِهِنَّ ، يُتَّقي ذَلِكَ عَلَى الْمَرْأَةِ ، مَخَافَةَ أَنْ يَكُونَ مِنْهَا الشَّيءُ.
হযরত খালেদ
বিন লাজ্জাজ রহ. বলেন-“মহিলাদেরকে আদেশ করা হত যেন নামাযে দুই পা ডান দিক দিয়ে বের
করে নিতম্বের উপর বসে। পুরুষদের মত না বসে। আবরণযোগ্য কোন কিছু প্রকাশিত হয়ে যাওয়ার
আশংকায় মহিলাদেরকে এমনি করতে হয়। (মুসান্নাফে ইবনে আবী শাইবা-১/৩০৩, হাদিস নং-২৭৯৯)
احب الينا ان تجمع رجليها من جانب ولا تنتصب انتصاب الرجل، (كتاب الآثار-1/609)
ইমাম আবু
হানীফা রহঃ এর অন্যতম সাগরীদ ইমাম মুহাম্মদ রহঃ বলেন-“ আমাদের নিকট পছন্দনীয় হল, মহিলারা নামাযে উভয় পা একপাশে মিলিয়ে রাখবে।
পুরুষের মত এক পা দাঁড় করিয়ে রাখবেনা। {কিতাবুল আসার, ইমাম মুহাম্মদ রহঃ-১/৬০৯}
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/ বোন!
১. সালাতে নারী ও পুরুষের বসার সুন্নাত
পদ্ধতি উপরে তুলে ধরা হয়েছে।
২-৩.
যদি কারো পায়ে এমন কোন প্রবলেম থাকে, যার কারণে সে সুন্নাত তরিকানুপাতে সালাতে
বসতে পারে না। তাহলে সে যতটুকু সম্ভব সুন্নাত তরিকায় বসার চেষ্টা করবে। অতপর উজরের
কারণে যেভাবে সে বসলে সুবিধা মনে করে সেভাবেই বসবে। যদি কারো এমন সমস্যা হয় যে, সে
বাবু দিয়ে বসা ছাড়া বসতেই পারে না, তাহলে সে সেভাবেই বসবে ইনশাআল্লাহ। তবে সর্বপরি
সুন্নাত তরিকায় বসার চেষ্টা করতে হবে।