السلام عليكم ورحمة الله وبركته
আলহামদুলিল্লাহ।
১) সালাতে ইমামের পিছনে ছানার সাথে আউযুবিল্লাহ বিসমিল্লাহ,, পড়তে হবে? আর ছানা পড়তে পড়তে ইমাম যদি কেরাত শুরু করে দেই তাইলে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে/ পড়তে হবে?
২)বান্দা যখন " আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন " বলে আল্লাহ তখন বলেন যে " আমার বান্দা আমার প্রশংসা করল ",,, এরকম পরের আয়াতে বলেন যে " আমার বান্দা আমার গুনাগুন বর্ননা করল",,,,,,,,। তো এরকম কিছু বইতে দেখছি যে খুশুখুযু বাড়ানোর জন্য ফাতিহাতে ১ আয়াত পাঠ করে একটু দেরি করা, তখন মনে মনে ভাবা যে আল্লাহ বলতেছেন যে 'আমার বান্দা আমার প্রশংসা করল '। তো এখানে যদি ৩ তাসবিহ পরিমান দেরি হয়ে যায় তাহলে নামাযের কোনো সমস্যা হবে?
৩) হাদিসে দেখছি " ওয়ালাদ্দল্লিন" ( وَلَا الضَّآلِّيْنَ) পড়ার সাথে সাথে আমিন বলতে। এইটা কি ইমাম যখন 'ওয়ালাদ্দল্লিন' বলবে মুক্তাদি কি সাথে সাথে আমিন বলবে নাকি পড়ার শেষে পড়বে?
৪)বৈঠকে নজর তো থাকবে কোলের দিকে, সালাম ফেরানোর সময় ডান দিকে সালাম ফিরিয়ে আবার সোজা হয়ে বাম দিকে সালাম ফিরাতে হয়। তো ডান দিকে সালাম ফিরিয়ে সোজা হওয়ার সময় তখনও নজর কি কোলে থাকবে?
৫)বিতর নামাজে দোয়া কুনুতের বদলে আরেকটা দোয়া --"রব্বানা আতিনা ফিদ্দুন ইয়া......." এই দুয়া টা কি ২ বার পড়া যাবে?
জাযাকাল্লহু খয়র