আসসালমুআলাইকুম হুজুর , আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং নেক হায়াত দান করুক।
হুজুর একটি বিষয় জানতে চাইছি,,,,,,,,,,,,,
আমি ভারতের রাজ্য পশ্চিম বঙ্গ (west bengal) থেকে বলছি। হুজুর আমি একটা ইসলামিক বক্তব্য শোনার পর আপনার কাছে কিছু বিষয় এ পরামর্শ চাই। যেহেতু আমার কাছে বক্তব্যের লিংক নেই তাও দুটি বাক্য উপস্থাপন করলাম:---------
@@@@ নিয়ত এ যদি ফিতনা থাকে তাহলে সমস্ত চেষ্টা ফিতনা হয়ে যায়। সেই উপলক্ষে মহান আল্লাহ ফরমান করেছেন,,,,,,
আল্লাহর কাছ থেকে দূর করে এমন শিক্ষা, জ্ঞান ফিতনা। সন্তান , সম্পদ , সবকিছু ফিতনা, এমনকি যদি বিনা অধিকারে তলোয়ার ওঠানো হয় সেই তলোয়ার ও ফিতনা, তলোয়ার তো কি নারায়ে তাকবীর ও ফিতনা।
১.হুজুর বিষয় হলো পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই, না সরকারি না বেসরকারি। সরকারি তো নেই, সমস্ত সরকারি চাকরী টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, বাড়ির লোক এর মুখের দিকে তাকিয়ে নিজের খুব কষ্ট হয়, একটা চাকরি যদিও পাওয়ার সম্ভবনা আছে তাতে আবার টাকা চাইছে। যদিও বেসরকারি চাকরী, দালাল এর হাত ধরে। হুজুর দালাল বা কোম্পানী এর সদস্য কি ভাবে আর কি উদ্দেশে টাকা চাইছে সেটা তাদের ব্যাপার, হয়তো বলবে ডোনেশন , আবার বলবে আমার কোম্পানী এর নিয়ম।
***আমি কি তাদের কে টাকা দিতে পারবো আমি কি সেই অধিকার পাবো? এবং আমি সেই চাকরী করতে পারবো? আমার উদ্দেশ্যে বা নিয়ত এ কোনো খারাপ নেই এই যে টাকা দেওয়া বিষয় টা এইটা কি আমার ফিৎনার মধ্যে পড়বে? এই চাকরী থেকে আমি যা কিছু করবো সবই কি আমার ফিতনা হয়ে যাবে ??
২. হুজুর নিজের যোগ্যতায় ইন্টারভিউ দিয়ে চাকরী পেয়ে গিয়ে যদি টাকার জন্য আটকিয়ে দেই তাহলে কি করবো ? টাকা দিয়ে চাকরী নিবো? নাকি সেখান থেকেও ফিরে আসবো?
৩. সরকারি চাকরি পেলে যদি , police station এ কিছু টাকা চাই সেক্ষেত্রে কি দেওয়া জায়েজ হবে?
৪., হুজুর আরো একটি কথা, কোনো কনসালট্যান্সি যারা বিভিন্ন কোম্পানি তে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে দেই, এবং ইন্টারভিউ এ কি প্রশ্ন আসবে সেসব বিষয় বলে দেই , তার বিনিময় এ কিছু টাকা নেই, যখন চাকরী পেয়ে যাবো তখন বাকি কিছু টাকা তারা দাবি করে এক্ষেত্রে কি এই গুলো করা যাবে?
৫. কোনো বন্ধু টাকা দিতে চাকরী নিয়েছেন তার কাছে সাহায্য চাইলে সে বলে ভাই আমি টাকা দিতে ঢুকেছি, তোকেও টাকা দিতে ঢুকতে হবে এক্ষেত্রে টাকা দেওয়া যাবে? হয়ত বন্ধু কিছু টাকা খাবে বাকি কোম্পানির মানুষ কে দিবে।
হুজুর এমন অবস্থা ভালকিছু র জন্য অবশ্যই ট্যালেন্ট দরকার কিন্তু এখন টাকাও দিতে হচ্ছে, ।
আমাকে বলুন আমি কি করবো ? আমার চাকরী জরুরী, কিন্তু আমি নাজায়েজ ভাবে চাকরী নিতে চাইনা, প্রয়োজনে দিন মুজুর খাটব কিন্তু আমি নাজায়েজ কাজ করবো না ইনশাআল্লাহ।
হুজুর বাবা, মা, স্ত্রী ,বোন, সবাই মুখের দিক তাকিয়ে আছে যে কবে একটা চাকরি করবো। আমি মেডিক্যাল স্টুডেন্ট । এইবছর ফাইনাল হলো। আমার বিশ্বাস আমার সমস্যা আপনি বুঝতে পারবেন। আমি সু পরামর্শ চাই, যা দুনিয়া ও আখেরাতে উত্তম হবে। ( শুকরিয়া)