আসসালামু আলাইকুম।
সংসারে কোলহ এর জন্য ওয়াইফ বাবার বাসায় ছিল। আমার নিয়ত ছিল ওয়াইফ কে তালাক দেবার। এজন্য আমি আর আমার খালাতো ভাই বিভিন্ন উপায়ে চেষ্টা করতে থাকি। এক সময় মনে হয় যদি আমরা তালাক দিই তাহলে তো ওরা কেস করবে। তখনতো ছাড় পেতে হলে আমাদের টাকা খরচ হবে। তাই একটা লোন করি। এই ব্যাপারে আমার খালাতো ভাই আমাকে হেল্প করছিল। একদিন আমার খালাতে ভাই আর একজন কাজির বাড়ি যায় যেই কাজি আমাদের বিবাহ পড়িয়েছিল। কাবিন এর কাগজ আনতে বা অন্য কোন কারনে হবে(তালাক দেবার উদ্দেশ্য মনে হয় যায় নি, কারন এভাবে তো আর তালাক হয় না । কিন্তুু যে উদ্দেশ্য গেছিল সেটা সফল হয়নি। উকিল এর সাথে কথা বলছি আমি আর আমার ভাই। বাবা ও ভাইয়া ও গিছে একদিন। উকিল বলে তালাক দিয়ে দিতে। পরে আমি আমার বাবা ও ভাইয়া একদিন কোর্টে যায় তালাক দেবার জন্য। কিন্তুু আমার খালু ও খালারা নিষেধ করে। তাই তালাক না দিয়ে চলে আসি। মৌখিক ভাবে দিইনি, লিখিত দিইনি, কোর্টের কারো দায়িত্ব ও দেওয়া হয়নি।
তালাক কি পতিত হবে?