بسم الله الرحمن الرحيم
জবাব,
" মোবাইলে বা আই-প্যাডের স্ক্রিনে কুরআনের সূরা বা আয়াত দৃশ্যমান থাকলে আয়াতের উপর অযু ছাড়া স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। তবে স্ক্রিনের যে অংশে আয়াত লেখা থাকবে না সে অংশে হাত লাগাতে পারবে। -রদ্দুল মুহতার ১/১৭৩; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ৭৭
*** মোবাইলে বা এর মেমোরিতে কুরআন মজীদ সংরক্ষণ করা এবং এখান থেকে দেখে তিলাওয়াত করা জায়েয। এতে অসুবিধা নেই। তবে মোবাইলের স্ক্রীনে কুরআন মাজীদের আয়াত বা কোনো পৃষ্ঠা খুললে তার যথাযথ মর্যাদা বজায় রাখতে হবে এবং লিখিত অংশ বিনা অযুতে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। আর মোবাইল স্ক্রীণে কুরআন মাজীদের আয়াত দৃশ্যমান না থাকলে তা নিয়ে টয়লেটে যাওয়া যাবে। কিন্তু স্ক্রীণে কোনো আয়াত দৃশ্যমান থাকলে তা খোলা অবস্থায় টয়লেটে নিয়ে যাওয়া জায়েয হবে না। (-আদ্দুররুল মুখতার ১/১৭৮)
*** কুরআন মজীদের আয়াত বা আল্লাহ তাআলার নাম দৃশ্যমান থাকলে তা নিয়ে টয়লেটে যাওয়া নিষিদ্ধ। তাই কুরআনের আয়াত বা কোনো যিকির মোবাইলের স্ক্রীনে দৃশ্যমান অবস্থায় থাকলে তা নিয়ে প্রবেশ করা যাবে না। অবশ্য যদি স্ক্রীনে না থাকে বরং শুধু মেমোরি কার্ডে বা মোবাইল মেমোরিতে থাকে তবে ঐ মোবাইল নিয়ে কেউ টয়লেটে গেলে অসুবিধা হবে না। -(শরহুল মুনইয়াহ ৬০; ফাতহুল কাদীর ১/১৫০; আদ্দুররুল মুখতার ১/১৭৮)
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে টয়লেটে মোবাইল ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ভিজা পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে, পাশাপাশি ক্রমাগত মোবাইল ব্যবহারের ফলে তার তাপমাত্রা এমনিতেই বেশি থাকে। এই তাপমাত্রাও ব্যাকটেরিয়াদের সাহায্য করে দ্রুত বংশবৃদ্ধি করতে। তাই টয়লেটের যেখানে-সেখানে মোবাইল রাখা মানেই তাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ।
টয়লেটে বিভিন্ন ধরনের জীবাণু থাকে। তারপর মোবাইলে হাত দিলে সেই জীবাণু হাতের মাধ্যমে মোবাইলে চলে আসে। আবার মোবাইলের স্ক্রিনে থাকা ব্যাকটিরিয়া আপনার কান, মুখ, নাক, চোখে প্রবেশ করতে পারে সহজেই।
এছাড়া টয়লেটের ফ্লাশ, কল বা দরজার লক ব্যবহারের পর মোবাইলের স্ক্রিনে হাত দিলে সেখানেও জন্মাতে পারে সালমোনেল্লার মতো ভয়ানক ব্যাকটেরিয়া, যা থেকে হতে পারে টাইফয়েডের মতো রোগ।
প্রশ্নকারী প্রিয় দ্বীনী ভাই / বোন!
টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করা ইসলামী আদব ও শিষ্টাচারের খোলাফ এবং এতে স্বাস্থ্যগত ক্ষতির আশঙ্কা রয়েছে। বিধায় টয়লেটে মোবাইল ফোন ব্যবহার না করাই শ্রেয়।
প্রশ্নেল্লিখিত ছুরতে অপমান করার নিয়ত ছাড়াই যদি কুরআনের আয়াত মোবাইল ডিসপ্লেতে চলে আসে তাহলে এতে ঈমান ভঙ্গ হবে না। তবে টয়লেটে কুরআনের আয়াত বা আল্লাহ তায়ালার নাম বের করা গুনাহের কাজ, যা থেকে তওবা করা আবশ্যক।