আসসালামু আলাইকুম!
আমার জরুরি কিছু প্রশ্ন আছে শায়েখ?
অনেকে অনলাইনে টিশার্ট ডিজাইন করে বিক্রি করছে আবার অনেকে টিশার্ট ডিজাইন করে তা টিশার্ট এর উপরে সফটওয়ার দিয়ে বসিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে, যদি কেউ দেখে অর্ডার করে তাহলে তা প্রিন্ট করে কাস্টমার এর বাসায় ডেলিভারি দেয়।
১. আমি যদি তাদের টিশার্ট ডিজাইন দেখে দেখে তাদের টিশার্ট ডিজাইন এর মতো করে টিশার্ট ডিজাইন করি বা তাদের ২-৩ টা বা আরো বেশি ডিজাইন দেখে তার সমন্বয় করে আমি একটা ডিজাইন তৈরি করে বিক্রি করি,এইভাবে বিক্রি করা কি আমার জায়েজ হবে? অথবা এই ডিজাইন টি আমি বিদেশী কোনো কোম্পানি কে দিয়ে দিবো, ওরা টিশার্ট এর উপরে আমার ডিজাইনটি সফটওয়ার দিয়ে বসিয়ে সাজিয়ে রেখে দেবে, তারপর কেউ যদি তা দেখে অর্ডার করে টাকা পাঠিয়ে দেয়, তাহলে তা প্রিন্ট করে কাস্টমার এর বাসায় ডেলিভারি দিয়ে দেই। ধরি কোম্পানি টিশার্ট বিক্রি করে ৫০০ টাকায়, আমি আমার ডিজাইন দিয়ে তারপর ৫০০ টাকার উপরে যত টাকা সেট করে দিবো,আমার ডিজাইন দিয়ে কোনো টিশার্ট বা অন্য কিছু বিক্রি হলে কোম্পানি আমাকে তত টাকা দিবে, হয়তো কিছু চার্জ কাটতে পারে। এইভাবে বিক্রি করা কি আমার জায়েজ হবে?
২. ফেইসবুকে প্রোডাক্ট এর অ্যাড দেয়া যায়, আমি যদি আমার তৈরি করা টিশার্ট ডিজাইন সফওয়্যার বা কোনো ওয়েবসাইট এর সাবস্ক্রিপশন কিনে ওয়েবসাইট এর মাধ্যমে কোনো পুরুষের গায়ের টিশার্ট এর উপর আমার তৈরি করা ডিজাইন বসাই, তারপর সেই পুরুষের ছবি বা ভিডিও দিয়ে পুরুষ ও মহিলাদের কাছে ফেইসবুকে অ্যাডস দেই, তাহলে কি আমার গুনা হবে? বা আমার ইনকাম হারাম হবে? কারণ আমি চাইলে শুধু পুরুষ দের কাছে ফেইসবুকে অ্যাডস দিতে পারি কিন্তু মহিলারা বেশি কেনা কাটা করে তাই আমি মহিলাদের কাছে অ্যাডস দিবো কিন্তু আমার ফেসবুক অ্যাডস এ তো পুরুষের ছবি থাকবে, আমার জন্য মহিলাদের কাছে পুরুষের ছবি যাবে বা আমার জন্য মহিলারা পুরুষের ছবি দেখবে, এই জন্য কি আমার গুনা হবে? আমার ইনকাম হারাম হবে?
৩. অনলাইনে টিশার্ট কিনলে হাত দিয়ে কাপড় দরে কিনা যায় না, আমি একটি টিশার্ট ডিজাইন করি, তারপর আমি তা কোম্পানিকে দেই। তারা সেই ডিজাইনটি সফটওয়্যার বা ওয়েবসাইট এর মাধ্যমে একটি টিশার্ট এর উপর বসিয়ে সাজিয়ে রাখে, তা দেখে কেউ অর্ডার করে টাকা দিলে কোম্পানি ওই ডিজাইন টিশার্ট এর উপর বসিয়ে প্রিন্ট করে কাস্টমার এর বাসায় ডেলিভারি দিয়ে দেয়। টিশার্ট দেখে তো আর কাপড় কেমন তা বুঝা যায় না, কোম্পানি যেকোনো একটা টিশার্ট এর উপরে আমার ডিজাইন বসিয়ে সাজিয়ে রাখে কারণ কাস্টমার তো শুধু কালার টা কোম্পানিকে বলে দেয়। কোম্পানি যেই টিশার্ট টা কাস্টমার কে পাঠায় সেই টিশার্ট এর উপরে ডিজাইন করে সাজিয়ে রাখে না, কারণ কোম্পানি সফটওয়্যার বা ওয়েবসাইট এর সাবস্ক্রিপশন কিনে সেই সফটওয়্যার বা ওয়েবসাইট দিয়ে টিশার্ট এর উপর ডিজাইন বসায়, আর এই টিশার্ট, কোম্পানি প্রিন্ট করে কাস্টমার এর বাসায় পাঠায়। কোম্পানি আমার ডিজাইন যেই টিশার্ট এর উপর বসায় আর কোম্পানি কাস্টমার কে যেই টিশার্ট দেয় তা দেখতে এক এই রকম। সলিড টিশার্ট তো এক এই রকম হয়, শুধু কালার ভিন্ন ভিন্ন, কাস্টমার শুধু কালার দেখে অর্ডার দেয়, কাপড় তো দরে দেখতে পারে না। এটা কি কাস্টমারকে ধোঁকা দেয়া হলো? আমার ইনকাম কি হারাম হবে? কাস্টমার যেই কালার দেখে অর্ডার দেয় কোম্পানি সেই কালার এর টিশার্ট এই কাস্টমার কে দেয়। আর যদি কাস্টমার দেখে যে টিশার্ট ছিড়া বা কোয়ালিটি খারাপ তাহলে সে রিটার্ন করতে পারবে বা রিফান্ড নিতে পারবে। কিন্তু রিটার্ন করলে তাকে অন্য কোনো প্রোডাক্ট কিনতে হবে অথবা রিফান্ড নিলে তাকে ডেলিভারি চার্জ এর টাকা তাকে ফেরত দেয়া হবে না, শুধু টিশার্ট এর টাকা ফেরত দেয়া হবে। রিটার্ন বা রিফান্ড পলিসি স্টোরে দেয়া থাকে। কাস্টমার চাইলে রিটার্ন বা রিফান্ড পলিসি দেখতে পারেন এইভাবে ব্যাবসা করলে কি ইনকাম হালাল হবে?
বি:দ্রঃ( আমার তৈরি করা ডিজাইন টিশার্ট সহ আরো অনেক পণ্যের উপর এই সাজিয়ে রাখা হয়, বিক্রি হলে প্রিন্ট করে কাস্টমার এর বাসায় ডেলিভারি দেয়া হয়। যেমন: মগ,ক্যানভাস, কোসন, প্যান্ট ইত্যাদি। )
দয়া করে উত্তরগুলো জানাবেন শায়েখ, ধন্যবাদ।