আসসালামু আলাইকুম
আমার OCD (এক প্রকার মানসিক সমস্যা) আছে। কোন কিছু সহজে ভুলতে না পারা, অতিরিক্ত সন্দেহ প্রবন, এক জিনিস বার বার চেক করা।
বেশ কিছুদিন জাবৎ তালাকের শব্দ মনের ভিতর এমনভাবে বাসা বেধেছে যে, সবসময় মনে হচ্ছে-মনে মনে ওয়াইফকে তালাক দিচ্ছি।ঠিক তখন খাবার খাওয়ার মত মুখে শব্দ কোরছি, চপ চপ-। এটি মনে আসলেই করছি।
কোন কোন সময় যদি তালাক মনে আসার পর মুখে হোর হোর শব্দ করি তাহলে কি তালাক হবে? মনে হচ্ছে এই বুঝি মুখ থেকে বেরিয়ে গেলো তালাক দিলাম কথাটি। এটা কন্টোল করতে খুব কষ্ট হচ্ছে।
কিছু পরামর্শ দিন হুজুর!
আর নিয়ত ছাড়া বলে ফেললে কি কোন সমস্যা হবে??