ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
বয়সে যে বড় হবে, তাকে নাম ধরে ডাকা যাবে। তবে সর্বক্ষেত্রে তাকে সম্মাণ দিতে হবে।এতেকরে কোনো গোনাহ হবে না।
(২)
রাস্তা দিয়ে হাঁটার সময় পুরোপুরি দৃষ্টি সংযত রাখা যায় না। দৃষ্টি নিচু করে চলা হয়, কিন্তু অনেক সময় চেহারা না দেখা গেলেও পা দেখা যায়। ইচ্ছাকৃত বারংবার পা দেখাও হারাম। গোনাহ হবে।
(৩)
মহরকে অবশ্যই পরিশোধ করতে হবে। নতুবা স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পদ থেকে উক্ত মহরকে উসূল করা হবে।
(৪)
জ্বী, পড়াশোনার মুহূর্তেও আপনি যিকির করবেন।
(৫)
এ সম্পর্কে না গবেষণা না করাই ভালো। উম্মাহর একথা অত্যান্ত জরুরী।