অস্সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহ
1/আমরা দৈনন্দিন যেসব ঔষধ খাই যেমন ট্যাবলেট বা ক্যাপসুল এর বাইরের স্তরটি জেলাটন বা লিপিড দিয়ে তৈরি হয় বলে জানি।আর এই জেলাটন সাধারণত প্রাণী থেকে নেওয়া হয়।আবার ঔষধ এর ভিতরের জিনিসগুলো কি থেকে তৈরি তাও আমরা জানি না।এমতাবস্থায় এই ঔষধ সেবন করা কি জায়েয হবে?
2/আবার বাইরের আবরণ jelatin থেকে তৈরি হয়ে থাকতে পারে ভেবে আমরা ট্যাবলেট এর বাইরের আবরণ ফেলে দিয়ে খাই।এটা কি ঠিক করছি ?
3/আবার অনেক সিরাপে alcohol দেওয়া হয় তাহলে কি সকল সিরাপ খাওয়া যাবে না।আর ছোট বাচ্চারা তো ট্যাবলেট খেতে পারে না।তাদের ক্ষেত্রে কি করতে হবে?